The number of Toy Train has been increased in Darjeeling by Darjeeling Himalayan Railway: বহু পর্যটকের কাছেই পাহাড় মানেই প্রথম পছন্দ দার্জিলিং। এই গরমের মোরসুমে দার্জিলিং এ পর্যটকদের ভিড় একটু বেশিই থাকে। এই বছর অন্যান্য বছরের চেয়েও বেশি ভিড় হয়েছে দার্জিলিংয়ে। বিভিন্ন টুরিস্ট স্পট গুলোকে ঘুরে দেখা, আনন্দ উপভোগ করা, প্রকৃতির শোভা উপভোগ করার পাশাপাশি বাড়ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং জয় রাইড গ্রহণের চাহিদাও। অনেকেই খোঁজ করছেন টয় ট্রেনের। সেই চাহিদার কথা মাথায় রেখে বাড়তে চলেছে টয় ট্রেনের (Darjeeling Toy Train) সংখ্যা।
টয় ট্রেন হলো বাস্তবেই একটি খেলনা ট্রেন। শিশুদের খেলার জন্য যে ছোট ছোট ট্রেনের মডেল গুলি পাওয়া যায়, তার উপর ভিত্তি করেই তৈরি করা হয় এই বৃহৎ আকৃতির টয় ট্রেন। বিভিন্ন পার্কে বা মেলায় টয়ট্রেনের প্রচলন দেখা যায়। ছোট ছোট শিশুদের জন্য জয়রাইড হিসেবে ব্যবহৃত হয় ট্রেনটি। একমাত্র দার্জিলিংয়ে এই ট্রেনটি পরিবহন হিসেবে ব্যবহৃত হয়। নকল রেললাইন নয়, দার্জিলিং থেকে ঘুম অব্দি এই ট্রেনটিকে চলতে দেখা যায় আসল রেললাইনের উপরেই। দার্জিলিংয়ের জয় রাইড হিসেবে ট্রয় ট্রেনের (Darjeeling Toy Train) চাহিদা এবং জনপ্রিয়তা দুটোই আকাশ ছোঁয়া।
টয় ট্রেনে চড়ার চাহিদা শুধুমাত্র যে শিশুদেরই রয়েছে তা কিন্তু নয়, বড়দের মধ্যেও এই আনন্দ উপভোগের চাহিদা কিছু কম নেই। পর্যটকদের আনন্দ দিতে, তাদের চাহিদার কথা মাথায় রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে একটি টয় ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আরো একটি ট্রয় ট্রেন (Darjeeling Toy Train) চালানো হবে দার্জিলিং থেকে ঘুম অব্দি। আবার ঘুম থেকে দার্জিলিং অব্দি ফিরে আসবে এই ট্রেন। অতিরিক্ত এই টয় ট্রেনটি চলবে ৩০শে জুন অব্দি। চাহিদা সামাল দিতে অতিরিক্ত এই ট্রেনটি কাজে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে চালু করা নতুন টয় ট্রেনটি (Darjeeling Toy Train) দার্জিলিং থেকে দুপুর ৩:৩০ মিনিটে ছেড়ে ঘুম স্টেশনে পৌঁছবে ৪:১৫ মিনিটে। আবার একই ট্রেন ঘুম স্টেশন থেকে বিকেল ৪:৩৫ মিনিটে ছেড়ে ৫:০৫ মিনিটে দার্জিলিং এসে পৌঁছবে। ডিজেল চালিত এই ট্রেনকে ৩ টি কোচে ভাগ করা হয়েছে। প্রথম ২ টি কোচে ৩০ টি করে এবং তৃতীয়টিতে ২৯ টি আসন থাকবে। এই ট্রেনের প্রত্যেকটি আসনই প্রথম শ্রেণীর চেয়ার কারের মতন হবে।
ট্রেনটির (Darjeeling Toy Train) নম্বর হলো ০২৫৫০। এই ট্রেনের টিকিট বুকিং এর পদ্ধতিও বাকি ট্রেনগুলির মতই। ভাড়াও রয়েছে একই। টয় ট্রেনের টিকিটের ভাড়া মাথাপিছু ১০০০ টাকা করে ধার্য করা হয়ে থাকে। এছাড়া এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসল নোটিসটি দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে সেই নোটিসে। জয় রাইডের আনন্দ উপভোগ করার জন্য টয় ট্রেন ব্যবহার করার আগেই সমস্ত নিয়মাবলী এবং তথ্যাদি ভালো করে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।