Bollywood Celebrities HS Result: আলিয়া থেকে অনুষ্কা! উচ্চমাধ্যমিকে কার ঝুলিতে এসেছিল কত নম্বর

Prosun Kanti Das

Published on:

Advertisements

What was the HS result of Bollywood Celebrities: অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রচন্ড রকম ভাবেই আগ্রহী তাদের গুণ মুগ্ধরা। তারা কি ধরনের পোশাক আশা পড়েন? কি জাতীয় খাবার খান? কোথায় থাকেন? কার সাথে বেশি মেশেন? সব খবরা খবর রাখা চাই তাদের ভক্তদের। এত খবরের মাঝে তাদের পড়াশোনার বিষয়টি কি করে বাদ যেতে পারে? আপনি কি জানেন বলিউডের তারকারা উচ্চমাধ্যমিকে কে কত নম্বর পেয়েছিল (Bollywood Celebrities HS Result)? চলুন আজকের প্রতিবেদন থেকে সেই তথ্যটাই জেনে নেওয়া যাক।

Advertisements

বলিউডের বিখ্যাত সব তারকারা উচ্চ মাধ্যমিক স্তরে কত নম্বর পেয়ে পাশ করেছিলেন? তাদের পার্সেন্টেজ কত ছিল? জানেন কি এই তথ্য? বলি তারকাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Bollywood Celebrities HS Result) শুনলে অবাক হবেন আপনিও। কেউ পড়াশোনায় খুব ভালো তো, কেউ একেবারেই সাধারণ। সকলের প্রিয় শাহরুখ খানই হোক অথবা আলিয়া ভাট কিংবা কোন উঠতি তারোকা সকলের উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কে ধারণা দেওয়া হল আজকের প্রতিবেদনে।

Advertisements

প্রথমেই আসা যাক বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার কথায়। সিনেমা জগতের চেয়ে সিরিয়াল জগতে তাকে বেশি কাজ করতে দেখা গেছে। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্রী ঊর্বশী উচ্চ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন। এরপর আসা যাক কৃতি স্যাননের কথায়। সৌন্দর্যের কারণে বলিউডে বর্তমানে বহুল চর্চিত অভিনেত্রী কৃতি স্যানন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি ৯০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন। এরপর আসা যাক অনুষ্কা শর্মার কথায়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিখ্যাত বলি তারকা অনুষ্কা শর্মা। সম্প্রীতি তাদের একটি পুত্র সন্তানও জন্ম নিয়েছে। পড়াশোনায় তিনিও বেশ ভালোই ছিলেন। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৮৯% (Bollywood Celebrities HS Result)।

Advertisements

আরও পড়ুন ? Highest Paid Actresses: দীপিকাও নন, আলিয়াও নন, এই অভিনেত্রীই সবচেয়ে বেশি টাকা পান বলিউডে।

বিখ্যাত তারকা শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরকে চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। সম্প্রতি মিস্টার এন্ড মিসেস মাহি সিনেমার জন্য প্রচারে রয়েছেন তিনি। স্কুল জীবনে তিনিও পড়াশোনায় যথেষ্ট ভাল ছাত্রী ছিলেন। তিনি উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন ৮৬ শতাংশ নম্বর নিয়ে। বলিউড, হলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিনিতি চোপড়া। না দিদির জন্য তার পরিচিতি নয়, তিনি পরিচিতি পেয়েছেন তাঁর অভিনয় দক্ষতার জন্য। কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া। স্কুল জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৮৩ শতাংশ নম্বর (Bollywood Celebrities HS Result)। এরপর আসা যাক ভূমি পেডনেকরের কথায়। ট্রোলিং হোক বা ছবির প্রিমিয়ার মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৮৩ শতাংশ (Bollywood Celebrities HS Result)।

বলিউডের বাদশা, সকলের হার্ট থ্রোব শাহরুখ খান। তিনি শুধু অভিনয় জগতে নয়, পড়াশোনাতেও বেশ ভালো ফল করেছিলেন। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৮০ শতাংশ। এ ছাড়া এই তালিকায় রয়েছে অনিল কাপুরের মেয়ের শ্রদ্ধা কাপুর এবং ইয়ামি গৌতমের নামও। ২ জনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। শ্রদ্ধা কাপুর অবশ্য উচ্চ মাধ্যমিকের পর বিদেশে গিয়ে স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হন। তবে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাট। উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর মাত্র ৭১ শতাংশ। অবশ্য এই নম্বর তার অভিনয় জগতে কোন প্রভাব ফেলতে পারেনি। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছেন।

Advertisements