Mirik Lake at Night: মিরিক ঘুরতে যাওয়ার আনন্দ বাড়বে কয়েকগুণ! এবার আরও এক পরিকল্পনা প্রশাসনের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mirik Lake is being decorated for night to attract tourists: ভ্রমণ প্রিয় মানুষেরা মাঝে মাঝে এদিক-ওদিক বেরিয়ে পড়তে ভালোবাসেন। আর এই গরমের মরশুমে বেশিরভাগ পর্যটকেরই প্রথম পছন্দ দার্জিলিং। দার্জিলিং এর চেনা এরিয়া গুলিতে তো পর্যটকদের ভিড় রয়েছেই। সাথে রয়েছে অফবিট এরিয়াগুলির চাহিদাও। এর মধ্যে সুমেন্দু হ্রদ বা মিরিক লেক অন্যতম। দার্জিলিং এর একাধিক জায়গা ঘোরার মাঝে এক বেলার জন্য হলেও মিরিক লেক ঘুরে আসতে ভোলেন না পর্যটকরা। চাহিদা আরো বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। সরকারের উদ্যোগে নতুন করে সেজে উঠছে রাতের মিরিক লেক (Mirik Lake at Night)।

Advertisements

শুরু থেকেই মিরিক লেক বড্ড বেশি মোহময়ী। সবুজে ঘেরা স্থলভাগের মাঝে অপূর্ব সুন্দর একটি লেক। এই লেক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। ঘোড়ায় চড়ে লেকের চারপাশ ধরে অথবা বোটিং এর মাধ্যমে সম্পূর্ণ লেকটাকে ঘুরে দেখার আনন্দ উপভোগ করতে ভুলে যান না পর্যটকেরা। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বেশিরভাগ পর্যটকই ১ দিন অথবা ১ বেলার জন্য এই লেক ঘুরতে আসেন। এখানে রাত্রি বাস করেন খুব অল্প সংখ্যক পর্যটক। তাই এই এলাকায় পর্যটক টানতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে রাতের মিরিক লেককে (Mirik Lake at Night)।

Advertisements

বোটিং এবং ঘোড়ায় চড়ার ব্যবস্থা তো ছিলই। তার সাথে এই লেককে আরো আকর্ষণীয় করে তোলার জন্য চালু করা হয়েছিল শিকারা। শিকারা চড়ে এই লেক ভ্রমণ কালে দার্জিলিং এ কাশ্মীরের আমেজ পাচ্ছিলেন পর্যটকরা। এছাড়া ঘোড়ায় চড়ে আশপাশের এলাকা ঘুরে বেড়ানোর মজাতো রয়েছেই। লেকটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য সম্প্রতি এখানে স্কাইওয়াক তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। সেই মতো ডিপিআর তৈরির নির্দেশও দিয়েছে প্রশাসন। একটি বেসরকারি সংস্থা এই স্কাইওয়াক তৈরি করতে চলেছে। তবে প্রশাসন কিন্তু এখানেই থেমে নেই রাতের মিরিক লেককে (Mirik Lake at Night) সাজিয়ে তুলতে করা হয়েছে আরো অনেকগুলি নতুন প্রকল্পের পরিকল্পনা।

Advertisements

আরও পড়ুন ? Sandakphu Trekking: সান্দাকফু ট্রেকিংয়ের নিয়মে বদল, এবার প্রশাসনের কড়া পদক্ষেপে বাধ্যতামূলক হল একটি জিনিস

রাতের মিরিক লেককে (Mirik Lake at Night) আরো সুন্দর করে সাজিয়ে তুলতে এখানে তৈরি করা হবে ড্যান্সিং ফাউন্টেন। পরিকল্পনা অনুযায়ী, ডান্সিং ফাউন্টেন রাতের মিরিক লেকের আকর্ষণ আরো বাড়িয়ে পর্যটক টানতে সফল হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। এছাড়াও খুব শীঘ্রই চালু হতে চলেছে বাটারফ্লাই পার্ক এবং অ্যাডভেঞ্চার পার্কের মতন আকর্ষণীয় প্রকল্প গুলি। এতকিছু করার উদ্দেশ্য একটাই। মিরিক লেকে ঘুরতে এসে যাতে পর্যটকরা অন্তত ১-২ রাত এখানে কাটিয়ে যান সেটা নিশ্চিত করা। এখানে এসে ঘুরে ফিরে গেলে এখানকার পর্যটন শিল্প তেমনভাবে প্রসার লাভ করতে পারছে না। পর্যটকরা এখানে রাত্রি যাপন করলে অনায়াসে প্রসার হবে এখানকার পর্যটন শিল্পের।

তবে শুধু লেক নয়, পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে মিরিক লেকের আশপাশের এলাকা গুলিও। লেকের আশপাশের বেশ কিছু সরকারি এলাকা স্থানীয়দের দ্বারা জবর দখলের শিকার হয়েছিল বলে জানা গেছে। সেগুলিকে মুক্ত করে পুনরায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বসানো হচ্ছে একাধিক লাইট। লেকের সৌন্দর্য উপভোগ করার বিষয়ে পর্যটকদের আকর্ষণ করতে বেশ কিছু বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। মিরিক লেকে চলা শিকারার সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে। যেহেতু এই মুহূর্তে পর্যটকদের রাত্রিবাস এই এলাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাই রাতের মিরিক লেককে (Mirik Lake at Night) সাজিয়ে তোলার ব্যাপারে সব থেকে বেশি উৎসাহী প্রশাসন।

Advertisements