Uber New Feature: একঘেয়েমি সফরের দিন শেষ! Uber অ্যাপের নতুন ফিচারে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি কলকাতায় ক্যাব পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে সংস্থা অন্যতম জনপ্রিয় তা হল Uber। বর্তমানে বহু যাত্রী রয়েছেন যারা প্রতিদিন Uber-এর ক্যাব বুকিং করে এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে থাকেন। সফর করার ক্ষেত্রে লম্বা দূরত্বের পথ আর মাঝে যদি জ্যাম লেগে যায় তাহলে ভাবুন পরিস্থিতি কি হতে পারে। দীর্ঘক্ষণ ধরে সফল অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে নেমে আসে একঘেয়েমি। তবে এবার এই একঘেয়েমি দূর করতে নতুন এক ফিচার নিয়ে এলো উবার (Uber New Feature)।

Advertisements

সংস্থার তরফ থেকে নতুন যে ফিচার আনা হয়েছে সেই ফিচার ব্যবহার করে যাত্রীরা নিজেদের একঘেয়েমি যাত্রার সফর থেকে মুক্তি পাবেন। এই নতুন ফিচার ব্যবহার করে যাত্রীদের সময় কিভাবে কেটে যাবে তা তারা টেরই পাবেন না। তবে এই ফিচার এখন সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি। আপাতত আইফোন ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

Advertisements

আসলে উবার তাদের অ্যাপের মধ্যে যুক্ত করেছে মিমি গেমস। এর ফলে ওই অ্যাপের মধ্যেই যাত্রীরা সফর করার সময় সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন। একদিকে একের মধ্যে সফরের ডেসক্রিপশন দেওয়ার পাশাপাশি গেম খেলে সময় কিভাবে কেটে যাবে তা বুঝতেও পারবেন না যাত্রীরা। তবে এইভাবে গেম খেলতে খেলতে সফর করার জন্য যাত্রীদের মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Howrah App Cab New Fare: ‘ঠ্যালায় পড়লে তবেই গাছে ওঠে বিড়াল’! যেমনটা হলো হাওড়ায় অ্যাপ ক্যাবের ভাড়ায়

গত সোমবার সংস্থার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের নতুন ভার্সন থেকে এমনই সব ইঙ্গিত মিলেছে। যদিও সংস্থার তরফ থেকে এই বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এছাড়াও এই ধরনের পরিষেবা উপভোগ করার জন্য যাত্রীদের বাড়তি কোন টাকা খরচ করতে হবে কিনা তাও জানানো হয়নি। মনে করা হচ্ছে সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সমস্ত বিষয়ে তথ্য প্রদান করা হবে। স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য পেতে হয়ত আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

তবে অনেকেই ভাবতে পারেন, এতে আর নতুন কি রয়েছে! কেননা এমনিতেই যদি সফর করার সময় গেম খেলার ইচ্ছে হয় তাহলে অন্যান্য গেম অ্যাপ থেকেও গেম খেলা যেতে পারে। তা হতে পারে অবশ্যই, কিন্তু একই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার থাকলে আলাদা আলাদা করে অ্যাপ ইন্সটল করতে হয় না। আলাদা আলাদা করে অ্যাপ ইন্সটল করতে না হলে ফোনের উপর চাপও বাড়ে না। যে কারণেই সংস্থা এমন পথ বেছে নিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Advertisements