নিজস্ব প্রতিবেদন : ইউপিএ সরকারের দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন চালু হয়েছিল মাতৃভূমি লোকাল (Matribhumi Local)। মাতৃভূমি লোকাল চালু হওয়ার পর বিভিন্ন সময় এই ট্রেন নিয়ে নানান মতানৈক্য তৈরি হয়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত এই ট্রেনে যেহেতু পুরুষরা উঠতে পারেন না তাই এই ট্রেন নিয়ে ক্ষোভের শেষ নেই।
পুরুষ রেলযাত্রীদের তরফ থেকে বিভিন্ন সময় এই ট্রেনে ওঠার চেষ্টায় বার বার বিপত্তির মুখে পড়েছেন। এমনকি বারবার বিপত্তির মুখে পড়ে বহু সময় তাদের বিক্ষোভের মুখোমুখি হতে দেখা গিয়েছে। এছাড়াও পুরুষ যাত্রীদের তরফ থেকে পিতৃভূমি লোকাল চালু করা হবে বলেও প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা গিয়েছে। যদিও সেসব এখন অতীত এবং রেল বারবার বিবৃতি দিয়ে জানিয়েছে, মাতৃভূমি লোকাল কেবলমাত্র মহিলাদের জন্যই।
এরই মধ্যে শিয়ালদা ডিভিশনে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ১ ও ৫ নম্বর প্লাটফর্মের নন ইন্টারলকিং-এর কাজ শুরু হতেই শিয়ালদা স্টেশন থেকে রেল পরিষেবায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের যখন সমস্যা বাড়ছে সেই সময় কিছু নিউজ পোর্টাল তাদের প্রতিবেদনে লিখেছে, শিয়ালদা রেল স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের কাজ চলাকালীন পুরুষযাত্রীরাও মাতৃভূমি লোকালে চড়তে পারবেন। আগামী রবিবার দুপুর ২ টো পর্যন্ত এই কাজ চলবে বলে জানা গিয়েছে রেল সূত্রে, আর সেই মতো ওই সময় পর্যন্ত পুরুষরা মাতৃভূমি লোকালে চড়তে পারবেন।
কিন্তু ওই অনলাইন পোর্টালের প্রতিবেদন দেখে কেউ যদি মাতৃভূমি লোকালে চড়েন তাহলে তার কপালে বিপত্তি নিশ্চিত। কেননা এই বিষয়টি নিয়ে BanglaXp সরাসরি কথা বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে। কৌশিক মিত্র এদিন আমাদের ফোনে স্পষ্ট ভাবেই জানিয়েছেন, ‘এমন কিছু বলাই হয়নি’।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথা থেকেই স্পষ্ট, শিয়ালদা রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মের নন ইন্টারলকিং এর কাজ চললেও কোনভাবেই মাতৃভূমি লোকালে পুরুষদের চড়ার অনুমতি দেওয়া হয়নি। যে খবর বিভিন্ন পোর্টালের প্রতিবেদনে লেখা হচ্ছে তা মোটেই ঠিক নয়। এমনকি এমন খবর পড়ে যদি কেউ মাতৃভূমি লোকালে চড়েন তাহলে রেলের নিয়ম অনুযায়ী তাকে জরিমানা সহ অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হবে।