Snowfall can be enjoyed at Snow Park in Kolkata: বাংলা নববর্ষ পড়তে ব্যাপক হারে তাপপ্রবাহ শুরু হয়েছিল গোটা বাংলা জুড়ে। তবে বর্তমানে সেই দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে জনগণ। তবে ভ্যাপসা গরম যায়নি। মাঝেমধ্যে বৃষ্টি এসে কিছুটা স্বস্তি দিলেও আবারও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। গা দিয়ে গড়িয়ে পড়ছে ঘাম। তবে গরম থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন বরফের দেশে। কেউ ছুটে যাচ্ছেন দার্জিলিং। তবে আর যেতে হবে না দার্জিলিং। কলকাতাতে পেয়ে যাবেন বরফাবৃত আবহাওয়া (Snow Park in Kolkata)। মজা নিতে পারবেন স্নোফলের। আজগুবি কথা নয়, সত্যি কলকাতাতেই রয়েছে এমন জায়গা। কোথায় রয়েছে? কিভাবেই বা যাবেন? কি কি আছে সেখানে? রইল বিস্তারিত বিবরণ।
পাহাড়ি এলাকার শীতলতা উপভোগ করতে যাওয়ার দরকার নেই দার্জিলিং, কাশ্মীর কিংবা অন্য কোনো বরফের দেশে। দক্ষিণবঙ্গের মানুষ এবার কম খরচেই কলকাতাতে উপভোগ করতে পারবেন পাহাড়ি এলাকার সৌন্দর্য সহ তুষারপাত (Snow Park in Kolkata)। চাইলে ভিড় জমাতে পারেন আশেপাশের পাহাড়প্রেমী মানুষেরা। কলকাতার কোথায় অবস্থিত এই পাহাড়ি জায়গা?
সূত্রের খবর, বাংলার মানুষকে সাশ্রয়ী মূল্যে শীতলতা উপভোগ করাবার জন্য কলকাতার পাশে নিউটাউনে তৈরি হয়েছে একটি স্নো পার্ক। যেখানে রয়েছে প্রচুর স্নো অ্যাক্টিভিটি। ঠান্ডা রাখার জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। এখানকার তাপমাত্রা থাকে -৬° সেলসিয়াস। পাশাপাশি এখানে ব্যবস্থা রয়েছে আর্টিফিশিয়াল স্নোফলের। ডান্স করার জন্য বাজানো হয় মিউজিক। এছাড়াও এই স্নো পার্কে রয়েছে বেশ কিছু রাইড যেমন স্নোফলে ডান্স করার জন্য রয়েছে একটি মঞ্চ, খেলার জন্য ছোট ছোট বরফ দিয়ে তৈরি একটি মাঠ, বাচ্চাদের জন্য রয়েছে স্নো প্লে এবং স্নো ব্লাস্টার। পাশাপাশি সেলফি তোলার জন্য রয়েছে সুইস আল্পস, স্ট্যাচু অব লিবার্টি, মেরু ভাল্লুক, আইফেল টাওয়ারের মতো সেলফি পয়েন্ট এবং রয়েছে মাউন্টেন ক্লাইম্বিংয়ের ব্যবস্থা। এছাড়া রয়েছে আইস স্কেটিং, ইগলু, টিউব স্লাইড, থ্রিলিংস স্লাইড সহ আরো আকর্ষণীয় রাইডিংয়ের ব্যবস্থা।
আরও পড়ুন ? Mirik Lake Shikara Ride: দরকার নেই কাশ্মীর যাওয়ার! এবার দার্জিলিংয়েই মিলবে এক টুকরো কাশ্মীরের আনন্দ
কলকাতার নিউটনের অ্যাক্সিস মলের মাঠে ষষ্ঠ তলায় অবস্থিত এই স্নো পার্ক। যেখানে পৌঁছানোর রয়েছে বিভিন্ন রকম রুট। যেমন কেউ মেট্রো ধরে সেক্টর ফাইভ ধরে পৌঁছে যেতে পারেন অথবা কেউ নিউ টাউনগামী ধরে বিশ্ববাংলা গেটে পৌঁছে সেখান থেকে অটো বা বাসে করে পৌঁছে যাবেন অ্যাক্সিস মলে। ট্রেন পথে এলে হাওড়া স্টেশনে নেমে কোনো ট্যাক্সি ধরে পৌঁছে যেতে পারেন অ্যাক্সিস মলে।
এই স্নো পার্কে (Snow Park in Kolkata) ব্যক্তি পিছু এন্টি ফ্রি রয়েছে ৬০০ টাকা। সাথে দেওয়া হবে শীতের বুট, জ্যাকেট, গ্লাভস প্রভৃতি সরঞ্জাম। এছাড়াও জিনিসপত্র রাখার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে লকারের। যার জন্য ১০০ টাকা করে দিতে হয়। তা পরবর্তীতে জিনিসপত্র সংগ্রহের পর সে টাকা রিফান্ড করে দেওয়া হয়। সপ্তাহের রবি থেকে শনিবার সাত দিন সকাল ১১ থেকে বৈকাল ৪টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে।