What is the Salay of Prime Minister and President of India: বিগত কয়েক মাস ধরে গোটা দেশের রাজনীতি ছিল ভোট নিয়ে সরগরম। ভোটের প্রতিযোগিতায় কোন দল এগিয়ে থাকবে আর কে থাকবে পিছিয়ে এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বর্তমানে তৃতীয়বারের মতো মসনদ নরেন্দ্র মোদির দখলে। আগামী রবিবার তারই তোড়জোড় চলছে জোরকদমে। প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করতে চলেছেন আগামী ৯ই জুন। কিন্তু যে গদি দখলের জন্য এত লড়াই সেই পদের জন্য কতই বা বেতন পান (Prime Minister and President) ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি? এই প্রশ্ন সকলের মনেই জাগে, আজকের প্রতিবেদনে সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হবে।
বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। দেশের এই গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য কত বেতন পান এনারা (Prime Minister and President)? কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় এদের? এমনকি অবসর গ্রহণের পরেও প্রচুর সুযোগ-সুবিধা পান দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি। ভারতের জনগণের কাছে সবই অজানা, তবে আজকের এই প্রতিবেদনটি পড়লে সবকিছুই জানা হয়ে যাবে আপনাদের।
ভারতের প্রধানমন্ত্রী বেতন (Prime Minister and President) হিসাবে প্রত্যেক মাসে পান ১ লক্ষ ৬৬ হাজার টাকা৷ যার মধ্যে মূল বেতন হলো ৫০ হাজার টাকা৷ বেতন ছাড়াও তাকে দেওয়া হয় ৪৫ হাজার টাকার সংসদীয় ভাতা, ২০০০ টাকা করে দৈনিক ভাতা এবং এই সবই প্রধানমন্ত্রীর বেতনের মধ্যে ধরা থাকে৷ পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবন, এসপিজির নিরাপত্তা, সরকারি খরচে আন্তর্জাতিক ভ্রমণ, থাকা, খাওয়ার মতো বিভিন্ন ধরনের বিলাসবহুল সুযোগ সুবিধা পেয়ে থাকেন৷ সাথে থাকে সরকারি খরচে বিমান এবং গাড়ির পরিষেবা। জানলে অবাক হয়ে যাবেন যে অবসর গ্রহণের পরেও প্রচুর সুযোগ সুবিধা পান দেশের প্রধানমন্ত্রী। যেমন সরকারি খরচে বিদ্যুতের বিল, থাকার সুযোগ এবং অবসর গ্রহণের পর পাঁচ বছর এসপিজির নিরাপত্তা পেয়ে থাকেন তিনি।
আরও পড়ুন ? Prime Minister Eligibility: ভোটে জিতলেই হওয়া যায় না প্রধানমন্ত্রী, লাগে অন্ততপক্ষে এই ৬টি যোগ্যতা
এবার আলোচনা করা যাক দেশের রাষ্ট্রপতির বেতন এবং তার সুযোগ সুবিধা সম্পর্কে। ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন (Prime Minister and President) হলো পাঁচ লক্ষ টাকা।। দেশের জনগণকে কর দিতে হলেও দেশের রাষ্ট্রপতিকে কোন কর প্রদান করতে হয় না। এছাড়াও তিনি প্রচুর সুযোগ সুবিধায় লাভ করতে পারেন। এই দেশের রাষ্ট্রপতির গোটা পৃথিবীতেই বিনামূল্যে সরকারি খরচে বিমান এবং ট্রেনের পরিষেবা নিতে পারেন। চিকিৎসার সুযোগ লাভ করেন এবং ভাতা হিসেবে পান এক লক্ষ টাকা।
অবসর গ্রহণের পরও দেশের রাষ্ট্রপতিকে এক লক্ষ টাকা পেনশন হিসেবে প্রদান করতে হয় কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি তিনি পান এটি সুসজ্জিত বাংলোতে থাকার সুযোগ। বিনামূল্যে দুটি ল্যান্ড ফোন এবং একটি মোবাইল ফোনের খরচ পান। এছাড়া ব্যক্তিগত সহায়ক হিসেবে পাঁচজন কর্মী পান তিনি। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি সম্পূর্ণ বিনামূল্যে একজন সঙ্গীকে নিয়ে বিমান কিংবা ট্রেনে ভ্রমণ করার সুযোগ পান। আর আমাদের দেশের উপরাষ্ট্রপতি মাসিক বেতন পান চার লক্ষ টাকা এবং অবসর গ্রহণের পর তিনি পেনশন হিসেবে পান দেড় লক্ষ টাকা।