Snake Eats Snake: পাত্তা পেল না বিষধর চন্দ্রবোড়া! পূর্ব বর্ধমানে গিলে খেল গোখরো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সাপ প্রতিটি মানুষের কাছেই খুব আতঙ্কের কারণ। যে কারণে সাপ দেখলেই অধিকাংশরা আতঙ্কিত হয়ে পড়েন। আবার সাপকে তাদের জীবনধারণের জন্য ব্যাঙ, ইঁদুর সহ অন্যান্য কিটপতঙ্গ খেতে দেখা যায়। কিন্তু একটি সাপ যে অন্য একটি সাপকে গিলে খাবে (Snake Eats Snake) তা অনেকের কাছেই অবিশ্বাস্য। তবে এই অবিশ্বাস্য ঘটনারই সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান।

Advertisements

মে মাসের শেষের দিকে এমন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। সর্প বিশেষজ্ঞদের থেকে জানা যাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সাপ অনেক সময় অন্য সাপকে খেয়ে থাকে। এই ঘটনা আশ্চর্যের কিছু নয়। তবে পূর্ব বর্ধমানের ভাতারে যে ঘটনাটি ঘটেছে তার রীতিমতো তাজ্জব বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। কেননা সেখানে একটি গোখরো সাপ গিলে খেয়েছে আস্ত একটি বিষধর চন্দ্রবোড়া সাপকে।

Advertisements

আস্ত একটি চন্দ্রবোড়া সাপকে গোখরোর ধীরে ধীরে গিলে খাওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি BanglaXp। তবে গোখরো সাপের চন্দ্রবোড়ার মতো বিষধর সাপকে গিলে খাওয়ার মত ঘটনা এর আগে কোথাও কোন মানুষ দেখেছেন কিনা মনে করতে পারছেন না। যে কারণে এই ঘটনা আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

Advertisements

আরও পড়ুন ? Hibernation: শীতে দেখা মেলে না সাপেদের! কিন্তু কেন তারা শীতঘুমে যায়! কীভাবে কাটে এত দিন

এই ঘটনা সাধারণ মানুষদের কাছে অত্যন্ত অবাক করা হলেও সর্প বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে, জনবহুল এলাকায় বসবাসকারী গোখরোর সঙ্গে ফাঁকা মাঠে বসবাসকারী চন্দ্রবোড়া সাপের সখ্যতা কোনদিন নেই। তাদের দুজনের সম্পর্ক অনেকটাই খাদ্যখাদকের মতই। ঠিক সেই ভাবেই এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের হাটকানপুর গ্রামে। সেখানেই এক গৃহস্থের বাড়ির ঝোঁপের মধ্যে এমন ঘটনা দেখা যায়।

যে সময় এমন ঘটনা ঘটে সেই সময় ওই ঝোঁপের পাশ দিয়ে যাওয়া কেউ বিষয়টি দেখতে পান এবং তারপরেই স্থানীয় অন্যান্যদের ডাকেন। এই ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, গোখরা সাপটি চন্দ্রবোড়া সাপটির প্রায় অর্ধেক গিলে নিয়েছে আর বাকি অংশ গিলতে তাকে যথেষ্ট কসরত করতে হচ্ছে। তবে ধীরে ধীরে ওই গোখরা সাপটি চন্দ্রবোড়াকে গিলেই শান্ত হয়। সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষধর চন্দ্রবোড়া সাপের খাবার হল মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো ইঁদুর। অন্যদিকে চন্দ্রবোড়া সাপ আবার জনবসতি এলাকায় ঘুরে বেড়ানো গোখরো সাপের খাদ্য। সচরাচর এই ধরনের ঘটনা নজরে না এলেও এই ঘটনা আশ্চর্য কিছু নয়।

Advertisements