PNB Interest Rate: PNB-র বড় ধামাকা, প্রায় ৮ শতাংশ সুদ পাবেন এই সকল বিনিয়োগকারীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

PNB is going to give a big bang to all the customers with about 8 percent interest rate: বর্তমান দুনিয়া হলো ডিজিটাল দুনিয়া এবং এর সাথে পাল্লা দিয়ে না চলতে পারলে আপনি পিছিয়ে যাবেন অনেকটাই। আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য প্রত্যেকটি মানুষ এখন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। যার মাধ্যমে নিশ্চিন্তে আর্থিক লেনদেন করা যায়। ব্যাংক শুধুমাত্র আর্থিক লেনদেনের মাধ্যম নয় এর দ্বারা মানুষ তার উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারে ভবিষ্যতের জন্য। তবে আপনি যদি ব্যাংকে টাকা সঞ্চয় করতে চান এর বিভিন্ন স্কিম রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম সম্পর্কে আজকের প্রতিবেদনে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Interest Rate) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ।

Advertisements

আপনি যদি ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে চান তাহলে ব্যাঙ্কের বিভিন্ন স্কিম আপনার জন্য একেবারে আদর্শ। সম্প্রতি বহু মানুষ টাকা সঞ্চয় করছেন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডিতে। এটি সকলের কাছে খুব সুরক্ষিত এবং জনপ্রিয় একটি স্কিম। যে কোন গ্রাহক ফিক্সড ডিপোজিটে টাকা রেখে নিশ্চিন্তে সেখান থেকে অর্থ আয় করতে পারবে। কারণে এক্ষেত্রে ব্যাঙ্ক আপনার বিনিয়োগ করা টাকার ওপর সুদ দেয়। আর সম্প্রতি PNB এনেছে এক দুর্দান্ত চমক। তাদের FD তে ব্যাপক সুদ অফার (PNB Interest Rate) করছে।

Advertisements

আপনারও কি পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কে অ্যাকউন্ট আছে? তাহলে আপনার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ব্যাংক সর্বদা চেষ্টা করে গ্রাহকদের উন্নতমাণের পরিষেবা দিতে। গ্রাহকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা সর্বদা নিত্য নতুন স্কিম নিয়ে আসে। আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সুদের হার (PNB Interest Rate) ১ শতাংশ থেকে ২.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে৷

Advertisements

তবে পিএনবির এই নতুন সুদের(PNB Interest Rate) হারগুলি ১ জানুয়ারী, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। সমস্ত প্রবীণ গ্রাহক এবং সাধারণ গ্রাহক যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে FD করা আছে তাদের জন্য এই সুদের হার বৃদ্ধি সত্যিই সুখের বার্তা বয়ে নিয়ে এসেছে। FD তে সঞ্চয় করার মূল উদ্দেশ্য হলো নিশ্চিত রিটার্ন এবং সুরক্ষিতভাবে সঞ্চয় করা। এই ব্যাংকে FD করা থাকলে আপনি নিশ্চিন্তে রিটার্ন বেশ ভালোই পাবেন। তবে কত শতাংশ সুদের হার বৃদ্ধি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে এই প্রতিবেদনে।

আরও পড়ুন ? New Loan Rules: ঋণগ্রহীতাদের জন্য খারাপ খবর! কঠিন হচ্ছে লোন নেওয়া, কড়া নিময় জারি RBI-এর

৭ থেকে ১০ বছরের মেয়াদের জন্য FD-এর সুদের হার ৩.৩০% থেকে ৭.৫০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ৩০০ দিনের মেয়াদে যারা FD করছেন তাদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাবে। সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫% থেকে ৭.৫৫ % পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ বছরের মেয়াদের জন্য, সুদের হার ৬.৭৫% থেকে ৭.২৫% পর্যন্ত, প্রবীণ নাগরিকদের জন্য। ৪০০ দিনের জন্য FD-এর সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫% থেকে ৭.৭৫% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি যারা ২ থেকে ৩ বছরের মেয়াদের জন্য FD করেছেন তাদের সুদের হার ৭% থেকে ৭.৫০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৩ থেকে ৫ বছরের মেয়াদের জন্য, সুদের হার ৬.৫০% থেকে ৭% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ৫ থেকে ১০ বছরের মেয়াদের জন্য, সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০% থেকে ৭.৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশদভাবে সুদের হার সম্পর্কে যে আলোচনা করা হলো তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিক ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন ফিক্সড ডিপোজিটের সুদের হার বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়, তাই অবশ্যই সর্বদা ওয়েবসাইটে চোখ রাখুন।

Disclaimer: বাংলাXP কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। বাংলাXP কোনোভাবেই কাউকেই বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisements