Tarapith Travel Cost is ever cheaper than earlier: তারা মায়ের পিঠস্থান তারাপীঠ। সারা বছরই সেখানে তীর্থযাত্রীদের ভিড় লেগে থাকে। বিশেষ করে কৌশিকী অমাবস্যার সময় ভীর উপচে পড়ে এই মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন এই মন্দিরে মায়ের পুজো দিতে। মন্দিরটি অবস্থিত বীরভূমে। সেখানে যাতায়াত করা অত্যন্ত খরচ সাপেক্ষ। সেজন্য অনেকেই এই তীর্থস্থানে যেতে চাইলেও যেতে পারেন না। কিন্তু এখন আর সেসব কোন চিন্তা নেই, তারাপীঠ ঘুরে আসতে খরচ (Tarapith Travel Cost) হতে পারে ২০০ থেকে ৩০০ টাকা। এক রাত থেকে পুজো দিতে চাইলে তাও সম্ভব। থাকা খাওয়ার খরচ একেবারেই ফ্রি। বর্তমানে একেবারে কম খরচে তারাপীঠ ঘুরে আসা সম্ভব।
তারাপীঠ মন্দির থেকে খুব কাছে অবস্থিত ২ টি রেল স্টেশন। বীরভূমের রামপুরহাট রেলস্টেশন এবং তারাপীঠ রোড রেলস্টেশন। শিয়ালদা অথবা হাওড়া থেকে এই ২ টি স্টেশনে পৌঁছানোর জন্যই একাধিক রেল পরিষেবা প্রচলিত রয়েছে। ২ টি স্টেশনের মধ্যে যেকোনো একটিতে নামলেই খুব সহজেই পৌঁছাতে পারবেন তারাপীঠের মূল মন্দির অব্দি। আপনি চাইলে ধর্মতলা থেকে বাসে করেও তারাপীঠ এলাকায় পৌঁছাতে পারবেন। ট্রেন অথবা বাস যেভাবেই আপনি তারাপীঠ যান না কেন খরচ (Tarapith Travel Cost) হবে খুবই কম।
ট্রেনে করে তারাপীঠ যেতে চাইলে টিকিটের জন্য খরচ হবে ৭০ থেকে ৮০ টাকা অর্থাৎ ১৪০ টাকার মধ্যে যাতায়াত খরচা (Tarapith Travel Cost) হয়ে যাবে। আপনি কোথা থেকে তারাপীঠ যাচ্ছেন, তার উপর ভিত্তি করে ভাড়া আরও কিছুটা কম বা বেশি হতে পারে। বাসে করে গেলে সে ক্ষেত্রেও খরচ হবে সাধ্যের মধ্যে মাত্র ১০০ থেকে ২০০ টাকা খরচ করলে কলকাতার ধর্মতলা থেকে তারাপীঠ পৌছানো যায় বাসে। কিন্তু বাসে যাতায়াত করলে যেমন সময় বেশি লাগবে তেমনি ট্রেনের তুলনায় এর ভাড়াও কিছুটা বেশি। তাই খরচের পরিমাণ একেবারে কম রাখতে চাইলে ট্রেনে যাতায়াত করাই ভালো।
তারাপীঠের মূল মন্দির থেকে রামপুরহাট স্টেশনের দূরত্ব ৮ কিলোমিটার। টোটো, অটো একাধিক যানবাহন পাওয়া যায় স্টেশন থেকে মন্দিরে যাতায়াত করার জন্য। তবে আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে, রামপুরহাট স্টেশন থেকে মাত্র ৭ মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারেন রামপুরহাট বাসস্ট্যান্ডে। সেখান থেকে বাসে তারাপীঠ মন্দির পৌঁছাতে খরচ (Tarapith Travel Cost) হবে মাত্র ১০ থেকে ১৫ টাকা। অর্থাৎ ট্রেন, বাস মিলিয়ে যাতায়াতের খরচ পড়বে কম বেশি ১৭০ টাকা। এবার আসে যাক থাকা খাওয়ার খরচে। তারাপীঠে ঘর ভাড়া নিয়ে থাকতে চাইলে ৫০০ থেকে ৫ হাজার টাকার ঘর পাওয়া যায়। তবে আপনি যদি কম খরচে থাকার ব্যবস্থা করতে চান তাহলে বিনামূল্যে সেই ব্যবস্থা হতে পারে।
তারাপীঠ ও রামপুরহাট উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে অত্যন্ত কম খরচে থাকার ব্যবস্থা করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য। এছাড়া রয়েছে ভারত সেবাশ্রম। সেখানে এক রাত থাকার খরচ পড়বে মাত্র ৫০ টাকা। অর্থাৎ যাতায়াত ও থাকার খরচ নিয়ে আপনার মোট খরচ (Tarapith Travel Cost) পড়বে ২২০ টাকার কাছাকাছি। মানে মাত্র ২৫০ টাকা নিয়ে বেরোলেই তারাপীঠ পৌছে, এক রাত থেকে, মায়ের মন্দিরে পুজো দিয়ে, ফিরে আসতে পারবেন যেকোনো তীর্থযাত্রী। একটু বুদ্ধি করে চললেই ভ্রমণ খরচ একেবারেই কমিয়ে আনা সম্ভব। তারাপীঠের মূল মন্দির ছাড়াও আশ পাশের বেশ কিছু দর্শনীয় স্থান নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। আর সামান্য কিছু টাকা খরচ করলেই ঘুরে আসতে পারবেন সেই সব এলাকাগুলিও।