Park Near Kolkata: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! ২০-৩০ টাকায় জমিয়ে প্রেম হতে পারে এই পার্কে

Antara Nag

Published on:

Advertisements

Visit this park near Kolkata at a small cost: সারাদিনের ব্যস্ততার পর একটু ছুটি কাটানোর ইচ্ছে সকলেরই হয়। ব্যস্ত জীবনের মাঝে আমাদের প্রিয়জনদের সেই ভাবে সময় দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। দৈনন্দিন ব্যস্ততার মাঝে ২-১ দিনের ছুটি কাটানোর জন্য সময় হয়ে ওঠে না অনেক সময়। সকলের সাথে সময় কাটাতে ব্যস্ত জীবন ছেড়ে মাত্র কয়েক ঘন্টার জন্য ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। কলকাতা থেকে পার্কটির (Park Near Kolkata) দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। পরিবারের সদস্য হোক বা বন্ধুবান্ধব অথবা আপনার সেই বিশেষ বন্ধুটিকে নিয়ে চলে আসতে পারেন এই পার্কে। বিকেলটুকু কাটিয়ে আসতে পারবেন আনন্দের মধ্যে দিয়ে।

Advertisements

কথা হচ্ছে, সহস্রাব্দ বিজ্ঞান উদ্যান অথবা অশোকনগর মিলিনিয়াম পার্ক (Park Near Kolkata) নিয়ে। মঙ্গলবার পার্কটি বন্ধ থাকে। তা বাদে সপ্তাহের বাকি ৬ দিন দুপুর ২:৩০ মিনিট থেকে সন্ধ্যে ৭:৩০ মিনিট অব্দি প্রতিদিন খোলা থাকে এই পার্ক। আপনি চাইলে সারাদিনের কাজ মিটিয়ে বিকেলের দিকে চলে আসতে পারেন এই পার্কে। শিয়ালদা থেকে হাবড়াগামী যে কোন ট্রেনে করে খুব সহজেই চলে আসতে পারবেন এই পার্কে। পার্কে পৌঁছতে হলে আপনাকে নামতে হবে হাবড়া অথবা অশোকনগর রেল স্টেশনে। এরপর সেখান থেকে টোটো বা অটো করে ১৫ থেকে ২০ মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাবেন এই পার্কে। এখানে পরিবহন ব্যবস্থা নিয়েও কোন সমস্যা নেই।

Advertisements

ছোট বড় সকলের জন্য একাধিক আকর্ষণীয় রাইড রয়েছে কলকাতার নিকটস্থ এই পার্কটিতে (Park Near Kolkata)। আনন্দ উপভোগ করার পাশাপাশি শিক্ষামূলক জ্ঞানার্জনও করা সম্ভব এই পার্ক থেকে। এখানে ছোটদের জন্য রয়েছে তারা মন্ডল, সাইন্স রুম, ভূতের গুহা। এছাড়া জয় রাইড হিসেবে ব্যবহার করতে পারেন ঘোড়া দোলনাগুলিকে। এই পার্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ব্যাখ্যা করা হয় থ্রিডি শো এর মাধ্যমে। এই সমস্ত কিছু ছোটদের পাশাপাশি আনন্দ দেবে বড়দেরকেও। এছাড়া আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে একান্তে কিছুটা সময় কাটাতে চান তাহলে তার জন্যও ব্যবস্থা রয়েছে। পার্কের ভিতরেই রয়েছে বোটিং এবং রোপওয়ে চড়ার ব্যবস্থাও।

Advertisements

আরও পড়ুন ? North Bengal Special Train: সহজেই হবে দার্জিলিং, সিকিম ট্যুর! স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ালো রেল

বারাসাত থেকে এই পার্কটির (Park Near Kolkata) দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। অশোকনগর পৌরসভার অন্তর্গত এই পার্কের সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত মজবুত। যে কোনরকম সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রীতিমতো পুলিশ মোতায়েন করা থাকে এই পার্কের বাইরে। পার্কটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য বা পরিচর্যা করার জন্য ৬০ জন কর্মী নিযুক্ত রয়েছে প্রতিনিয়ত। কিছুটা সময় আপনার প্রিয় মানুষগুলোর সাথে আনন্দ, হইচই করে কাটিয়ে যেতে চাইলে এই পার্কটিতে আসতেই পারেন। খরচের দিক থেকেও কিন্তু পার্কটি অত্যন্ত উপযোগী।

যাতায়াত খরচাই হোক অথবা পার্কের ভিতর বিভিন্ন রাইডের খরচাই হোক সবকিছুই একেবারেই পকেট ফ্রেন্ডলি। শিয়ালদা থেকে হাবড়া অথবা অশোকনগর স্টেশনে যাতায়াত করতে খরচ হবে ২০ টাকা। এরপর হাবড়া অথবা অশোকনগর স্টেশন থেকে মিলিনিয়াম পার্ক অব্দি পৌঁছাতে খরচ হবে খুব বেশি হলে ১০ টাকা অর্থাৎ আপনার যাতায়াত খরচ পড়বে মাথাপিছু ৪০ টাকার মধ্যে। এরপর পার্কে প্রবেশ মূল্য রয়েছে ৩০ টাকা। ১০ বছরের নিচে কোন শিশু থাকলে, তার প্রবেশ মূল্য ২০ টাকা। অর্থাৎ, ১০০ টাকারও কম খরচে পার্ক থেকে ঘুরে যাওয়া সম্ভব। এরপর পার্কের ভিতর যে কোন রাইড গ্রহণ করতে চাইলে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। রাইডগুলির ভাড়া ২০ থেকে ৪০ টাকার মধ্যেই রয়েছে। পার্কের ভিতরেই টুকটাক খাবার দাবারের দোকান রয়েছে। সবকিছু মিলে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা মাথাপিছু খরচে ঘুরে যেতে পারবেন কলকাতার নিকটস্থ এই পার্ক (Park Near Kolkata) থেকে।

Advertisements