নিজস্ব প্রতিবেদন : সদ্য সমাপ্ত হওয়া গরমের ছুটির সময় আমরা ট্রেনের টিকিটের (Train Ticket) চাহিদা দেখেছিলাম। দেখতে পাওয়া গিয়েছিল, উত্তরবঙ্গগামী ট্রেনগুলি ছাড়াও অন্যান্য বেশ কিছু রুটের ট্রেনের টিকিট পাওয়াই যাচ্ছিল না বললেই চলে। এত গেল গ্রীষ্মের ছুটির সময়ের কথা, তবে এবার আরো এক ঘটনা সামনে এসেছে।
সম্প্রতি পুজোর আগাম রিজার্ভেশন (Train Ticket Reservation) চালু করা হয়েছে রেলের তরফ থেকে আর সেই আগাম রিজার্ভেশন চালু হতেই যাত্রীরা যেন রিজার্ভেশনের জন্য উপচে পড়ছেন। ট্রেনের টিকিটের আগাম রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জনপ্রিয় রুট যেমন দার্জিলিং, পুরি ইত্যাদির ট্রেনের টিকিট হু হু করে বিক্রি হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে এখন থেকেই টিকিট বুকিং না করে রাখলে টিকিট পাওয়া অনিশ্চিত।
বর্তমানে ট্রেন পরিষেবা অধিকাংশ নাগরিকদের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিষেবা হয়ে দাঁড়িয়েছে। যে কারণেই কোথাও যাওয়ার প্রয়োজন হলেই ট্রেনের উপরি ভরসা করতে দেখা যাচ্ছে যাত্রীদের। কিন্তু যাত্রীদের নির্ভরশীলতা দিন দিন বাড়লেও সেই ভাবে ট্রেনের সংখ্যা বাড়েনি। আর এর ফলেই বেড়ে চলেছে টিকিটের ক্রাইসিস। তবে এমন পরিস্থিতিতেও যাতে সহজে টিকিট পাওয়া যায় তার জন্য পূর্ব রেলের (Eastern Railways) তরফ থেকে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করা হলো।
আরও পড়ুন ? অতীত হতে চলেছে ওয়েটিং টিকিট কেটে ট্রেনের রিজার্ভেশনে চড়া! নতুন ব্যবস্থা নিচ্ছে রেল
আগাম রিজার্ভেশন পিরিয়ডে যাতে টিকিট বুকিং করতে অসুবিধা না হয় সেই জন্য পূর্ব রেলের তরফ থেকে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের রিজার্ভেশন অফিস রবিবার খুলে রাখার ঘোষণা করেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের চাপ এড়াতে এবং যাত্রীরা যাতে সহজেই টিকিট পান তার জন্য ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রত্যেক রবিবার হাওড়া ডিভিশনের পিআরএস এবং এসআরও অফিসগুলি সকালের শিফটে খোলা থাকবে।
পূর্ব রেলের এমন সিদ্ধান্তের ফলে অনেকেই রয়েছেন যারা অন্যান্য দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এবং রবিবার ছুটি পান। এক্ষেত্রে ওই সকল ব্যক্তিরা রবিবার সকালের শিফটে রিজার্ভেশন কাউন্টার থেকে পুজোর সময়ের জন্য অগ্রিম রিজার্ভেশন টিকিট করাতে পারবেন। পূর্ব রেলের এমন সিদ্ধান্তের ফলে বহু যাত্রীরা রয়েছেন যারা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।