PM Awas Yojana Criteria: ৩ কোটি নতুন বাড়ি দেবে কেন্দ্র, আপনাকে পেতে হলে লাগবে এই সকল যোগ্যতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কোন পরিবার যাতে গৃহহীন অবস্থায় না থাকে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার কাজ চালানো হচ্ছে। তবে এই কাজ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আসনে বসতেই আরও বেশি ত্বরান্বিত হয়। আগের তুলনায় বহু পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন এবং পাচ্ছেন।

Advertisements

সম্প্রতি তৃতীয়বারের জন্য কেন্দ্রে এনডিএ সরকার বসার পর নতুন করে তিন কোটি বাড়ি যাওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনা হয়েছিল সেই প্রকল্পের আওতায় এই বিপুল সংখ্যক বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে। যাদের নিজস্ব বাড়ি নেই, যাদের মাথা গোজার ঠাঁই নেই তারা এই বাড়ি পাবেন। গত ১০ বছরে ৪.২১ কোটি বাড়ি তৈরি করা হয়েছে। তবে এবার লক্ষ্যমাত্রা কিছুটা বেশি রয়েছে সরকারের।

Advertisements

দেশের বহু পরিবার রয়েছে যাদের সত্যি করেই নিজস্ব কোন বাড়ি নেই। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন ঘোষণার পর তারাও স্বপ্ন দেখছেন নিজেদেরও একটি বাড়ি হবে। আর সেই মতো অনেকেই আবেদনের জন্য মুখিয়ে রয়েছেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই এই প্রকল্পের যোগ্য (PM Awas Yojana Criteria) হতে হবে।

Advertisements

বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় দুই ধরনের যোজনা চালু রয়েছে। একটি হলো PMAY-G এবং অন্যটি PMAY-U। এর পাশাপাশি এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়ার জন্য যাদের নিজস্ব জায়গা ইত্যাদি রয়েছে তাদের সহজ কিস্তিতে গৃহঋণও দেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন একেবারেই দুঃস্থ দরিদ্ররা সরকারের তরফ থেকে বাড়ি পাবেন, ঠিক সেই রকমই আবার কিছুটা স্থিতিশীল মানুষেরা বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতাও পাবেন।

আরও পড়ুন ? New Loan Rules: ঋণগ্রহীতাদের জন্য খারাপ খবর! কঠিন হচ্ছে লোন নেওয়া, কড়া নিময় জারি RBI-এর

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সরকারি বাড়ি অথবা বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতা পেতে হলে যে সকল যোগ্যতা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর, আবেদনকারীকে আবশ্যিকভাবে একজন ভারতীয় নাগরিক হতে হবে, যাদের বার্ষিক আয় ১৮ লক্ষ টাকা পর্যন্ত তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে যদি কারো নিজস্ব পাকা বাড়ি থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যদি কারো পরিবারের কোন সদস্য সরকারি চাকরি করে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও আবেদনকারীর পরিচয় পত্র থেকে শুরু করে ঠিকানার প্রমাণপত্র এবং আয়ের অনুপাত, সম্পত্তির নথি ইত্যাদি জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার জন্য অনলাইনেও আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য যে সরকারি ওয়েবসাইট https://pmaymis.gov.in/ রয়েছে তাতে যেতে হবে। এই ওয়েবসাইটের হোমপেজে রয়েছে পিএম আবাস যোজনা অপশন। এরপর ওই অপশনে গিয়ে প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। অফলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করা যায়।

Advertisements