Authorities will run special metro for UPSC Civil Service candidates on Sunday: প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে থাকে সরকারি চাকরির জন্য। বিভিন্ন সরকারি চাকরির মধ্যে ইউপিএসপি সিভিল সার্ভিস একটি স্বনামধন্য পোস্ট, যেটি পাওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছে অগণিত চাকরীপ্রার্থীরা। আগামী রবিবার অর্থাৎ ১৬ই জুন ২০২৪ এ হতে চলেছে ইউপিএসসি সিভিল সার্ভিস (UPSC Civil Service) পরীক্ষা। সাধারণত সরকারি চাকরির পরীক্ষাগুলি বেশিরভাগই ছুটির দিন অর্থাৎ রবিবার দেখেই হয়ে থাকে। তার কারণ অনেকেই এমন আছেন যারা একটি চাকরির পাশাপাশি সরকারি চাকরির জন্য অথবা কোন সরকারি চাকরিরত মানুষজনই বড় কিছু করবার আশায় বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন। তাই রবিবার করেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে।
সরকারি চাকরির পরীক্ষা পূর্বের তুলনায় কম হলেও চাকুরীপ্রার্থীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তাই প্রতিটি চাকরির পরীক্ষা যেন উৎসবের মতো চারিদিকে পালিত হয়। এই দিনগুলোতে রাস্তাঘাট, ট্রেন-বাসে ভিড় ঠেলাঠেলি হয়ে থাকে। এমন অনেকেই আছেন শুধুমাত্র এই ভিড় ঠেলে যেতে পারেন না বলে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস করেন। আবার অনেক পরীক্ষার্থী এই ভিড়ের মধ্যে যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। রবিবারের ইউপিএসসি সিভিল সার্ভিস (UPSC Civil Service) পরীক্ষায় আশা করা যাচ্ছে এরূপ কোন ঘটনা ঘটবে না।
কলকাতা মেট্রো পরিষেবা থেকে ইউপিএসসি সিভিল সার্ভিস (UPSC Civil Service) পরীক্ষার জন্যই আগামী রবিবার বিশেষ পরিসেবা চালু করেছে। ইউপিএসসি পরীক্ষার জন্য এটি আনন্দের খবর যে, আগামী রবিবার তারা নিঃসন্দেহে পরীক্ষাস্থানে পৌঁছতে পারবেন। তার কারণ রবিবার বেশি সংখ্যায় অর্থাৎ অতিরিক্ত মেট্রো দেওয়া হবে। শুধুমাত্র বেশি নয়, মেট্রোর সময়সীমাও পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ পরীক্ষার কথা মাথায় রেখে সময় পরিবর্তন করা হবে।
মেট্রো পরিষেবা কিন্তু শুধুমাত্র আগামী রবিবার ইউপিএসসি পরীক্ষার (UPSC Civil Service) জন্যই যে নতুন করে চালু করা হচ্ছে তেমনটি নয়। মেট্রো পরিষেবা সর্বদাই তৎপর। যে সমস্ত উৎসব বা যে সমস্ত পরীক্ষায় প্রচুর পরিমাণ যাত্রী সংখ্যা থাকে। সেই সমস্ত দিনগুলোতে তারা অতিরিক্ত মেট্রো বাড়িয়ে সেই ভিড়কে কন্ট্রোল করার চেষ্টা করেন। যাতে যাত্রীরা নিরাপত্তার সাথেই তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন, সেই চেষ্টাই করা হয়।
আপাতত যা জানা গিয়েছে দুটি মেট্রো স্টেশন কবি সুভাষ এবং দমদম প্রত সকাল ৭টার মধ্যেই মেট্রো চলাচল শুরু হবে। দক্ষিণেশ্বরে দিনের একদম প্রথম মেট্রোটি চলবে ঠিক ৭টা ১৫ মিনিটে। সবচেয়ে ভালো কথা হচ্ছে মাত্র ৩০ মিনিটের ব্যবধানেই মেট্রো চালানো হবে দুদিকেই। কিন্তু সর্বশেষ মেট্রোটি তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী ছাড়া হবে। আশা করা যাচ্ছে, প্রতিটি পরীক্ষার্থী নিরাপত্তার সঙ্গেই তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন।