Eastern Railway: হাওড়া-শিয়ালদহ এখন পূবের লক্ষ্মীর ভান্ডার! টিকিট না বেঁচেই কোটি কোটি টাকা রোজগার হচ্ছে রেলের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Eastern Railway is earning billions of rupees from Howrah-Sealdah station without selling tickets: ভারতবর্ষের লাইফ লাইন বলা হয় রেল পরিবহনকে। যাতায়াত খরচ যেমন সাশ্রয়ী মূল্যের তেমন ভ্রমণও আরামদায়ক। তাই প্রতিদিন এই রেল পরিবহনের ওপর ভরসা করে থাকে হাজার হাজার লাখ লাখ যাত্রী। কেউ কাজের উদ্দেশ্যে কেউ ভ্রমণের উদ্দেশ্যে ট্রেন পথে যাওয়ার জন্য অপেক্ষা করেন স্টেশনে। যা থেকে দিন প্রতি আয় হয় মোটা টাকা। তবে এর পাশাপাশি টিকিট না বেচেও হাওড়া-শিয়ালদা ডিভিশন থেকে কয়েক কোটি টাকা আয় করছে পূর্ব রেল (Eastern Railway)। উৎস জানলে চমকে উঠবেন।

Advertisements

সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে পূর্ব রেলের আয়ের রিপোর্ট। যেখানে আয় দেখে চোখ ছানাবড়া সকলের। প্রসঙ্গত শহুরে এলাকার পাশাপাশি বিভিন্ন গ্রাম্য প্রত্যন্ত এলাকার ওপর দিয়েও ছুটে চলে পূর্ব রেলের (Eastern Railway) বহু ট্রেন। আর সেই ট্রেনের যাত্রীদের থেকেই দৈনিক মোটা টাকা রোজগার পূর্ব রেলের। কিন্তু অর্থ রোজগারের উৎস কি?

Advertisements

টিকিট না বেচে পূর্ব রেলের অধিক টাকা রোজগারের উৎস হল হাওড়া-শিয়ালদা বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা আরোপ। অর্থাৎ এখনো বহু প্রত্যন্ত এলাকার যাত্রী রয়েছে যারা টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েন। আর সেই সমস্ত যাত্রীদের থেকেই মোটা টাকা জরিমানা করে মাসে অধিক কোটি কোটি টাকা রোজগার পূর্ব রেলের। যার মধ্যে প্রকাশ্যে এসেছে মে মাসে জরিমানা বাবদ কয়েক কোটি টাকার হিসাব।

Advertisements

আরও পড়ুন ? AC Coach Illegal Passengers: গাজোয়ারি করে এসি, স্লিপার কোচে দখলদারির দিন শেষ! এবার স্টেপ খোদ রেলমন্ত্রীর

রিপোর্ট অনুযায়ী ২০২৪-এর মে মাসে জরিমানা বাবদ যাত্রীদের থেকে পূর্ব রেল আয় করেছে মোট ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা। যার দিন পতি আয় ২৫ লক্ষ টাকা। তবে ৭ কোটির মধ্যে হাওড়া ডিভিশন থেকে পূর্ব রেল জরিমানা বাবদ আয় করেছে ২ কোটি ৪৩ লক্ষ ৯০ হাজার টাকা। অপরদিকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা পেয়েছে শিয়ালদা ডিভিশন থেকে। রেল কর্মীদের কথায় এটাতো কিছুই নয়, এমনও এক একদিন গেছে যাত্রীদের থেকে জরিমানা আরোপ করা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা।

তাই যাত্রীদের সতর্ক করতে পূর্ব রেল (Eastern Railway) জনসংযোগ অফিসার কৌশিক মিত্র বলেছেন, যাত্রীদের সুবিধার্থেই সাশ্রয়ী মূল্যে ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে। যেখানে ৫ টাকা ব্যয় করে ৩০ মিনিট পথ অতিক্রম করা যায়। যা সড়ক পথে গেলে যেমন সময় লাগে তেমনি অধিক টাকাও খরচ হয়। পাশাপাশি ট্রাফিক জ্যামের সমস্যা তো রয়েছেই। তাই ট্রেন মাধ্যমে যাতায়াতে যদি বিনা খরচে যাতায়াত করেন সেক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। দিতে হবে মোটা টাকা জরিমানা। তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে না পারলে স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন অথবা অনলাইনে ইউটিএস অ্যাপে টিকিট কাটতে পারেন। তা না হলেই পড়বেন ভয়ংকর বিপদে।

Advertisements