নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ঘোষণা করতে দেখা যাচ্ছে সরকারকে। কখনো ডিএ-এর হার বৃদ্ধি করা, কখনো আবার অন্য কোন খাতে সরকারি কর্মচারীদের হাতে নতুন নতুন সুবিধা তুলে দেওয়া ইত্যাদির কাজ চালাচ্ছে সরকার। এসবের মধ্যেই এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নতুন সুদের হার ঘোষণা করা হলো।
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় পরিষেবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, ভারতীয় অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড সহ এই ধরনের যে সকল ফান্ড রয়েছে তাদের নতুন সুদের হার (PF Interest Rate Declared) ঘোষণা করা হয়েছে।
গত ১০ জুন এই সকল ফান্ডের নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এপ্রিল থেকে জুন মাসের জন্য এই সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য তহবিলের ক্ষেত্রে এপ্রিল, মে এবং জুন মাসের জন্য ৭.১০ শতাংশ হারে সুদ দেবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে সুদের হার ঘোষণা করা হয়েছে সেই সুদের হার বাড়লো নাকি কমলো তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন যে সুদের হার ঘোষণা করা হয়েছে তাতে সুদের হার বাড়ানো হয়নি আবার কমানোও হয়নি। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে সুদের হার একই রাখা হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে শেষ ১৬ ত্রৈমাসিকে একই সুদের হার রাখার পর ১৭ তম ত্রৈমাসিকেও সুদের হারের ক্ষেত্রে কোন পরিবর্তন করা হলো না। এই সকল তহবিলে যারা টাকা রাখেন তাদের অনেকের মধ্যেই অবশ্য আশা ছিল এবার হয়তো সুদের হার কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে। কিন্তু তা হলো না। এবার পরবর্তী ত্রৈমাসিকের জন্য তারা অপেক্ষায় রয়েছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স নতুন এই সুদের হার ঘোষণা করার পাশাপাশি তা ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারীরা এই সকল ফান্ডে টাকা রাখেন ভবিষ্যতের জন্য। যাতে করে অবসরকালীন সময়ে তাদের ভবিষ্যৎ নিয়ে কোন দুশ্চিন্তা করতে না হয়।