Know the date of result out of TET 2023: বর্তমান সময় পর্যন্ত শেষ টেট পরীক্ষা হয়েছে ২০২৩-এর ২৪শে ডিসেম্বর। যার ফল প্রকাশিত এখন স্থগিত রয়েছে। ৬মাস হয়ে গিয়েছে এখনো প্রকাশ্যে আসেনি ফলাফল। কিন্তু কবে প্রকাশিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট (TET Result Out Date)? প্রশ্ন উঠতেই দিনক্ষণ জানালো পর্ষদ। পরিষ্কারভাবে জানালেন টেটের ফলাফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ। সেদিন কবে? আর কত দিনই বা অপেক্ষা করতে হবে? জেনে নিন….
প্রসঙ্গত, গত ৬ই জুন রাজ্য এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড প্রকাশিত করে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসির প্রবেশিকা পরীক্ষার ফলাফল। যে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাঁকুড়া জেলার ভূমিপুত্র কিংশুক পাত্র। এই আবহেই পর্ষদ প্রকাশ্যে আনে টেটের ফলাফল প্রকাশের দিনক্ষণ (TET Result Out Date)। অপেক্ষায় টেট পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা।
চলতি বছরের ৪ই জুন প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফলাফল ঘোষণার পরেই চাকরিপ্রার্থীদের স্বস্তি দিতে পর্ষদ তরফে জানানো হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ। কবে সেই দিন? প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে জানানো হয়েছে, পরীক্ষা দেওয়ার ৭ মাসের মাথায় প্রকাশিত হবে টিচার এলিজিবিটি টেস্ট পরীক্ষার ফলাফল। অর্থাৎ ২০২৪-এর জুলাই মাসের প্রথম সপ্তাহেই চাকরিপ্রার্থীরা তাদের পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
পর্ষদ সূত্রে খবর ২০২৩ সালের ডিসেম্বরের টেট পরীক্ষার পরিসংখ্যান ২০২২-এর তুলনায় ৫০ শতাংশ কমেছে। ৩ লাখ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন করালেও পরীক্ষায় বসেন ২ লাখ ৭২ হাজার চাকরিপ্রার্থী। যেখানে ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ। তবে উল্লেখ্য বিষয় গত বছরের পরীক্ষায় শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরাই পরীক্ষা দিতে পেরেছেন। তার ফলে পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে।
তবে গত বছরের পরীক্ষা শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী সাড়ে চার মাসের মাথায় অর্থাৎ ৭ই মে অ্যানসার কি প্রকাশ করে পর্ষদ। পাশাপাশি অ্যানসার কি-এ যেসব প্রশ্নের উত্তর নিয়ে প্রার্থীদের দ্বিমত রয়েছে সেই নিয়ে চ্যালেঞ্জ জানানোরও সুযোগ দেয় পর্ষদ। যা চলে ১০ই মে থেকে ৯ই জুন পর্যন্ত। সেই সময় শেষ হতেই আবারো চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। তারপরেই তৈরি হয় ফাইনাল অ্যানসার কি। যা কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে পর্ষদ। আর তারপরেই প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল (TET Result Out Date)। যার অপেক্ষায় রয়েছে টেট পরীক্ষা দেওয়া আড়াই লাখের বেশি চাকরিপ্রার্থী।