Viral video of police personnel curing Hanuman’s child who was sick in the heat: এ বছর রেকর্ড করা গরম পড়েছে সারাদেশ জুড়ে। টানা ২ মাস ধরে চলছে তাপপ্রবাহ। মাঝে আংশিক ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরিবর্তন হয়নি। তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। চারিদিক কেন জ্বলে পুড়ে যাচ্ছে। গরমের তাপ সহ্য করতে না পেরে নাজেহাল প্রায় প্রত্যেকে। বৃষ্টির অপেক্ষায় দিন কাটছে দেশবাসীর। শুধু মানুষ নয়, পশু পাখিদেরও অবস্থা খুবই কাহিল। এই পরিস্থিতিতে মানবতার পরিচয় দিলেন ১ জন পুলিশকর্মী। সাক্ষী থাকল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও (Viral Video)।
গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে পুরো জীবজগত। এই পরিস্থিতিতেও ১ জন পুলিশ কর্মীর কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১ জন পুলিশকর্মী তার অফিসের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎই সামনের গাছ থেকে একটি হনুমানের বাচ্চাকে মাটিতে পড়ে যেতে দেখেন। অসুস্থ সেই হনুমানের বাচ্চাটিকে সুস্থ হতে সাহায্য করেন সেই পুলিশকর্মী। এই ঘটনার মধ্য দিয়ে তার মানবিকতার প্রকাশ ঘটেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। সেখানকার ছাতারি থানার হেড কনস্টেবল বিকাশ তোমরের কর্মকাণ্ডের কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২৪ শে মে ২০২৪ তারিখে থানার সামনেই ঘটেছে ঘটনাটি। সেদিন সেখানকার হেড কনস্টেবল বিকাশ তোমর থানার বাইরেই দাঁড়িয়ে ছিলেন হঠাৎ করে একটি হনুমানের বাচ্চাকে গাছ থেকে পড়ে যেতে দেখেন। নিচে পড়ে যাবার পর পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না হনুমানটির। পুলিশ কর্মীটি একটুও সময় নষ্ট না করে, এগিয়ে যান হনুমানটিকে সাহায্য করার জন্য।
আরও পড়ুন ? Viral Video: ৯৫ বছরেও কঠোর পরিশ্রম! পেটের দায়ে ফুচকাওয়ালা পুষ্পকে দেখে মন খারাপ নেটিজেনদের
বিকাশ তোমর সেদিন সেই হনুমানটিকে সিপিআর দেন। তার ফলে আবারও সুস্থ হয়ে ওঠে হনুমানটি। হনুমানটিকে সুস্থ করতে সময় লেগেছিল প্রায় ৪৫ মিনিট। ৪৫ মিনিট পর হনুমানটি একটু সুস্থ বোধ করলে পশু চিকিৎসক ডঃ হরি ওম শর্মা তাকে অ্যান্টিবায়োটিক ডোজ দেন। এই কর্মকাণ্ড চলাকালীন থানার সামনে হাজির হয়েছিল একদল হনুমান। কিন্তু একটুও ভয় না পেয়ে নিজের কাজ করে গেছেন সেই পুলিশকর্মী। এই গরমের দিনে পশু পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করেন অনেকেই। প্রাণী জগতকে টিকে থাকতে গেলে একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে হবে এই ঘটনা যেন তারই উদাহরণ। সোশ্যাল মিডিয়ার ভিডিওটি ভাইরাল (Viral Video) হওয়ার পর থেকে প্রশংসা কুড়িয়েছেন পুলিশকর্মীটি।
Watch: In the premises of a police station in Bulandshahr, a lifeless monkey, unconscious from the heat, by a police officer hours and gave water, saving its life. pic.twitter.com/OcHegw3iZa
— IANS (@ians_india) May 30, 2024
ঘটনাটি ২৪ শে মে ঘটলেও, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ৩০ শে মে ২০২৪ এ। ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথে ভাইরাল (Viral Video) হয়ে যায়। বহু সংখ্যক ইউজার এই ভিডিওটিকে শেয়ার ও সেভ করেছেন। তাছাড়া লাইক কমেন্টস এর যেন বন্যা বইছে এই ভিডিওতে। একটি পুলিশ কর্মীর একটি হনুমানের বাচ্চাকে বাঁচিয়ে তোলার ঘটনা, প্রশংসিত সারা দেশ জুড়ে। এখনো পর্যন্ত প্রতিনিয়ত ভিউয়ার্সের সংখ্যা বেড়েই চলেছে এই ভিডিওটিতে।