নিজস্ব প্রতিবেদন : লিমকা বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড সম্পর্কে অনেকেই জানেন। ১৯৯০ সালে লিমকা ব্র্যান্ড এমন অ্যাওয়ার্ড চালু করেছিল। লিমকা ব্র্যান্ডের তরফ থেকে এমন অ্যাওয়ার্ড চালু করার পিছনে মূল যে কারণ রয়েছে তা হল, দেশের অসাধারণ কৃতিত্বদের উৎসাহিত করা এবং তাদের পুরস্কৃত করা। এর উদ্দেশ্য হল যাতে করে আরো বেশি পরিমাণে মানুষ নিজেদের কৃতিত্ব সবার সামনে তুলে ধরেন।
বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তের অসাধারণ কৃতিত্ব রয়েছে এমন মানুষদের লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলতে দেখা যায়। শুধু অসাধারণ কৃতিত্ব রয়েছে এমন মানুষেরা নয়, পাশাপাশি এই রেকর্ডের তালিকায় নাম তুলতে দেখা যায় বিভিন্ন সংস্থাকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য। এবার এই তালিকায় নাম তুলল পুরো ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের লিমকা বুক অফ রেকর্ডসে (Indian Railways Limca Award) নাম ওঠার পিছনে একটি বড় কারণ রয়েছে।
প্রতিদিন প্রায় ২ কোটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দিয়ে ভারতীয় রেল নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে। ইতিমধ্যেই ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। এর পাশাপাশি ভারতীয় রেল যাত্রীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য নতুন নতুন বিলাসবহুল ট্রেন চালু করার মত ব্যবস্থা গ্রহণ করছে। আর এসবের মধ্যেই এবার ভারতীয় রেলের বড় প্রাপ্তি লিমকা বুক অফ রেকর্ডস।
ভারতীয় রেল কেন এমন অ্যাওয়ার্ড পেল? ভারতীয় রেলের এমন অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে রয়েছে একটি পাবলিক সার্ভিস প্রোগ্রাম। ভারতীয় রেলের ওই ভার্চুয়ালি পাবলিক সার্ভিস প্রোগ্রামে এত সংখ্যক মানুষের উপস্থিতি ছিল যে ওই প্রোগ্রাম লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে। ওই প্রোগ্রামে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি গ্রাম্য এলাকারও বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন। যে প্রোগ্রামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ১৮ টি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ওই প্রকল্পে ছিল পূর্ব রেলের ৭০৪ কোটি টাকার।
যে প্রোগ্রামে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য ভারতীয় রেল লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছে ওই প্রোগ্রামটি হয়েছিল ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি। যে প্রোগ্রামে ২১৪০ টি বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিলেন ৪০ লক্ষ ১৯ হাজার ৫১৬ জন। ওই প্রোগ্রামেই এই বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের জন্য এমন তকমা পেল ভারতীয় রেল।