State Govt New Project: লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীতেই শেষ নয়! রয়েছে আরও এক প্রকল্প, যা-ও দিচ্ছে টাকা আর টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

This New Project of the State Govt is giving money and money to the students: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করার পর, পশ্চিমবঙ্গের উন্নয়নকল্পে একাধিক প্রকল্প চালু করেছেন তিনি। সাধারণ মানুষের স্বার্থে চালু করা প্রত্যেকটি জনসেবামূলক প্রকল্প রাজ্যবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার্থী, গৃহবধূ, ব্যবসায়ী, বেকার যুবক যুবতী প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা প্রকল্পের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্যই সব থেকে বেশি নিয়ে আসা হয়েছে অনুদানমূলক প্রকল্পগুলি। এই প্রকল্পগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় ২ টি প্রকল্প হল সবুজ সাথী এবং কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সাহায্য করা হয় মহিলা শিক্ষার্থীদের। এইবার শিক্ষার্থীদের জন্য আরো ১ টি নতুন প্রকল্প (State Govt New Project) চালু করল রাজ্য সরকার।

Advertisements

রাজূয সরকারের নতুন প্রকল্পটির (State Govt New Project) নাম মেধাশ্রী প্রকল্প। মূলত ওবিসি গোষ্ঠিভুক্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্যই এই প্রকল্পের প্রচলন করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থী বার্ষিক ৮০০ টাকা করে আর্থিক সাহায্য পাবে এই প্রকল্পের মাধ্যমে। কন্যাশ্রী প্রকল্পটি শুধুমাত্র মেয়েদের জন্য চালু করা হয়েছিল। কিন্তু মেধাশ্রী প্রকল্পে ছেলে মেয়ের কোন বিভেদ নেই। ওবিসি গোষ্ঠীভুক্ত সকল শিক্ষার্থী আবেদন করতে পারে এই প্রকল্পের সুবিধা পাবার জন্য। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ১ বার করেই আর্থিক অনুদান পাওয়া সম্ভব। কোন শিক্ষার্থী যদি কোন ক্লাসে ২ বার থেকে যায় সে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবার পর আবার তাকে এই প্রকল্পের সুবিধা পাবার জন্য যোগ্য বলে গণ্য করা হবে।

Advertisements

রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা নতুন মেধাশ্রী প্রকল্পে (State Govt New Project) আবেদন করার জন্য শিক্ষার্থীদের কাছে কয়েকটি নথিপত্র থাকা বাধ্যতামূলক। খুবই সাধারণ অথচ গুরুত্বপূর্ণ নথিপত্র গুলি আবেদন করার সময় প্রয়োজন পড়বে শিক্ষার্থীর। নথিপত্র গুলি হল– বৈধ ওবিসি সার্টিফিকেট, শিক্ষার্থীর নিজের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, বৈধ আধার কার্ড, একটি নির্দিষ্ট ফোন নম্বর। এছাড়াও পারিবারিক ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে এই প্রকল্পে আবেদন করার জন্য।

Advertisements

আরও পড়ুন ? MSP for Dal: শুধু কিসান সম্মান নিধির ২০০০ টাকা নয়, এবার কৃষকদের আরো এক বড় উপহার দিতে চলেছে কেন্দ্র

রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা নতুন মেধাশ্রী প্রকল্পে (State Govt New Project) আবেদন করার জন্য যোগ্যতার একটি নির্দিষ্ট মাপকাঠি তৈরি করা হয়েছে। প্রকল্পে আবেদন করতে হলে

  1. শিক্ষার্থীকে অবশ্যই ওবিসি গোষ্ঠী ভুক্ত হতে হবে।
  2. শিক্ষার্থীকে ভারতীয় হতে হবে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. শিক্ষার্থীর পারিবারিক আয় বার্ষিক ২৫০০০০ টাকার নিচে হতে হবে। তার বেশি আয় সম্পন্ন ব্যক্তি এই প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য যোগ্য নয়।
  4. শিক্ষার্থীকে অবশ্যই সরকারি অথবা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়া হতে হবে।
  5. শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাই এই প্রকল্পে আবেদন করতে পারেন।
  6. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনকারী শিক্ষার্থী যদি অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে থাকে, তবে সে মেধাশ্রী প্রকল্পে আবেদন করার যোগ্য নয়।

রাজ্য সরকার দ্বারা পরিচালিত মেধাশ্রী প্রকল্পে (State Govt New Project) আবেদন করা খুবই সহজ। অনলাইনেই করা যাবে আবেদন। প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রকল্প নির্বাচনের মধ্য থেকে মেধাশ্রী প্রকল্পটি নির্বাচন করতে হবে। সেই অপশনে ক্লিক করার পর সুডেন্ট এরিয়া বলে একটি অপশন সামনে আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন করার জায়গাটি সামনে চলে আসবে। এরপর যথাযথ তথ্য সহকারে রেজিস্ট্রেশন ফর্মটি পূর্ণ করতে হবে। শিক্ষার্থীর নাম, তার বাবা মায়ের নাম, জেলা ও ব্লকের নাম সহ তার সম্পূর্ণ ঠিকানা, এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করতে হবে রেজিস্ট্রেশন ফর্মের নির্দিষ্ট জায়গায়। এছাড়া পূর্বে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যগুলি স্ক্যান করে জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফর্মের সাথে। সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। সাবমিট করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। কোন ভুল থাকলে, তা তখনই সংশোধন করে নিতে হবে।

Advertisements