Chenab Rail Bridge: আইফেল টাওয়ারের থেকেও উঁচু রেল সেতুতে ছুটল ট্রেন, ইতিহাস গড়ার পথে ভারতীয় রেল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত নিজেদের পরিকাঠামো থেকে শুরু করে প্রযুক্তিতে নানান বদল এনেছে। আর সেই সকল প্রযুক্তি ও পরিকাঠামোর জ্বলন্ত উদাহরণ আমরা এখন ভারতীয় রেলের প্রত্যেক কাজের মধ্যে লক্ষ্য করে থাকি। ঠিক সেই রকমই এবার ভারতীয় রেল একটি ইতিহাস তৈরি করার পথে হাঁটার একেবারেই মুখে রয়েছে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুর ওপর দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে দেওয়া হবে। যে রেল সেতুটির কথা বলা হচ্ছে সেটি আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু। স্বাভাবিকভাবেই এই রেল সেতু হতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। বিশ্বের সবচেয়ে উঁচু এই রেল সেতুর দৈর্ঘ্য ১৩১৫ মিটার।

Advertisements

বিশ্বের সবচেয়ে উঁচু যে রেল সেতুর কথাটি বলা হচ্ছে সেটি একপ্রকার ফিনিশিং টাচে রয়েছে। এই রেল সেতুটি হল চেনার নদীর উপর তৈরি হওয়ার রেল সেতু (Chenab Rail Bridge)। জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপর ৩৫৯ মিটার উচ্চতায় এই রেলসেতুটি তৈরি করা হয়েছে। কাশ্মীর উপত্যকাকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য এই রেল সেতু তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত এই রেল প্রজেক্টের কাজ পুরোপুরি ভাবে শেষ না হলেও ইতিমধ্যেই একটি ট্রেন চালিয়েছে রেল।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Limca Award: কোন এক ট্রেন নয়, কোন এক রুট নয়! পুরো ভারতীয় রেল পেল লিমকা বুক অফ রেকর্ডস

চেনাব নদীর উপর নির্মিত এই রেল সেতুর ওপর রবিবার প্রথম একটি ট্রেন চালানো হয়। বিশ্বের সর্বোচ্চ ঐ রেলসেতুতে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত একটি ট্রেন আসে। ওই ট্রেনটির যাত্রা ক্যামেরাবন্দি করা হয় এবং সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এই ট্রেনের চলাচল কিন্তু বাণিজ্যিকভাবে পথ চলা শুরু নয়, এটি কেবলমাত্র পরীক্ষামূলকভাবে রবিবার যাত্রা করানো হয়।

পরীক্ষামূলকভাবে চেনাব নদীর উপর তৈরি হওয়া সেতুতে ট্রেন চলাচল করার পরিপ্রেক্ষিতে এখন অনেকেই রয়েছেন যারা স্বপ্ন দেখছেন এই নদীর উপর দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতুতে যাতায়াত করার। তবে এর জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কেননা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা জানিয়েছেন তাতে উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারমুলা পর্যন্ত যে রেল সংযোগের কাজ চলছে তার সমস্ত নির্মাণ শেষের দিকে, শুধুমাত্র এক নম্বর টানেলের কাজ এখন বাকি রয়েছে।

Advertisements