নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ ট্রেনের উপর ভরসা করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব থেকে শুরু করে নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদি সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে থাকে রেল। যে কারণে রেলকে (Indian Railways) ভারতের গণপরিবহনের লাইফ লাইন বলা হয়।
যদিও এসবের মাঝেও কখনো কখনো অপ্রিতিকর ঘটনা ঘটে থাকে। যেমন গত সোমবার আচমকা দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি প্রায় ৬০ জন যাত্রী আহত হন। সোমবারের এই রেল দুর্ঘটনা নিয়ে চারদিকে রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সহ নানান অভিযোগ তোলা হচ্ছে। তবে এসবের মধ্যেই এবার রেলের তরফ থেকে একটি বড় সুখবর দেওয়া হল। আর সেই বড় সুখবর হলো নতুন এক রুটে নতুন রেল লাইন (New Rail line In Bengal) নিয়ে।
নতুন যে রুটে রেললাইন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেলের তরফ থেকে তা হল বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প। ২০২৩ সালে এই রেল প্রকল্পের কাজ শুরু করার জন্য রেলের তরফ থেকে সমীক্ষা এবং জমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজ শুরু করা হয়। এই রেল প্রকল্প বাস্তবায়িত করার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন তার থেকে কিছুটা কম জমি রেলের হাতে এসেছিল। প্রয়োজনের তুলনায় জমি বাকি থাকার কারণে নতুন প্রজেক্টের কাজ নিয়ে জট তৈরি হয়েছিল।
নতুন এই প্রজেক্টের কাজে যাতে কোন রকম জট না থাকে তার জন্য রেলের তরফ থেকে বারবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক সঙ্গে আলোচনা করা হয় এবং শেষমেষ দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় জমির জন্য প্রথম পর্যায়ে বেশ কিছু জমি রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রেলের এই প্রকল্পের কাজ যাতে বাস্তবায়িত হয় তার জন্য তাদের তরফ থেকে ধীরে ধীরে রেলের হাতে প্রয়োজনীয় সমস্ত জমি তুলে দেওয়া হবে।
আরও পড়ুন ? Chenab Rail Bridge: আইফেল টাওয়ারের থেকেও উঁচু রেল সেতুতে ছুটল ট্রেন, ইতিহাস গড়ার পথে ভারতীয় রেল
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, রেলের এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য কাজের ক্ষেত্রে কোন বাধা থাকবে না। আগামী এক মাসের মধ্যেই প্রয়োজনীয় বেশ কিছু জমি তাদের হাতে চলে আসবে এবং সেগুলি তারা রেলকে হস্তান্তরিত করে দেবেন। মূলত লোকসভা নির্বাচন চলার কারণে জমির অধিগ্রহণের কাজ আটকে ছিল। সেই জট কাটিয়ে খুব তাড়াতাড়ি রেলের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে প্রশাসনের তরফে।
বালুরঘাট থেকে হিলি রেললাইন সম্প্রসারণের জন্য ভারতীয় রেলের তরফ থেকে ৫০০ কোটি টাকার প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে হলে দেড় হাজারের বেশি প্লট থেকে জমি অধিগ্রহণ করার প্রয়োজন রয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, জমি অধিগ্রহণের জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা ইতিমধ্যেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন শুধু প্রশাসনের তরফ থেকে জমি হস্তান্তরিত করার কাজ করা হলেই প্রকল্পের কাজ ধীরে ধীরে এগিয়ে যাবে।