Areoplane Ticket: বিমানের টিকিটে আসছে আচ্ছে দিন! আর গুনতে হবে না কাড়ি কাড়ি টাকা

Antara Nag

Published on:

Advertisements

Areoplane Ticket prices may be reduced on domestic flight routes: ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন? বিমান পথে বিমানে করে উপর থেকে পৃথিবী দেখার স্বপ্ন রয়েছে? কিন্তু অর্থের জন্য আটকে যাচ্ছেন? আর আর্থিক চিন্তা নয়, এবার সাধারণ মানুষের বিমান চড়ার স্বপ্ন পূরণ করতে নয়া সিদ্ধান্ত অসামরিক বিমান পরিবহন দপ্তরের। যে সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ মানুষদের জন্য সহজলভ্য হবে বিমান পরিষেবা। যা জানালেন বিমান পরিবহন মন্ত্রী নিজেই। কি বললেন তিনি?

Advertisements

প্রসঙ্গত, সড়কপথ, জলপথ, রেলপথ যাতায়ীতে যে পরিমাণ খরচ হয় তার তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ হয় আকাশপথে। গন্তব্যে পৌঁছানো যেমন তাড়াতাড়ি হয় তেমন টাকাও গুনতে হয় অনেকটা। তবে আর কাড়ি কাড়ি টাকার দরকার নেই। বিমানের ভাড়া (Areoplane Ticket) নিয়ে নয়া ঘোষণা করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। দায়িত্ব পাওয়ার পরেই জনসাধারণের সুবিধার্থে বিমানের টিকিট মূল্যের দিকে নজর দিলেন তিনি। জনসাধারণকে দেখালেন বিমান চড়ার আশার আলো।

Advertisements

অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী হওয়ার পরে নানান প্রশ্নের সম্মুখীন হন বিমান পরিমাণ মন্ত্রী রাম মোহন নাইডু। প্রশ্নের জবাব দিতে গিয়েই তিনি বলেন, তাদের বর্তমানে প্রধান লক্ষ্য হচ্ছে বিমানের টিকিট মূল্য হ্রাস। যার জন্য ইতিমধ্যে তারা একটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত সাধারণ মানুষের জন্য বিমান পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যেই তাদের এই উদ্দেশ্য। তবে ভাড়া না কমানো পর্যন্ত এই উদ্দেশ্য সফল হবে না।

Advertisements

আরও পড়ুন ? Most Luxurious Airports: বিশ্বের এই ৪টি বিমান বন্দর, যাদের কাছে ফেল আচ্ছে আচ্ছে সাততারা হোটেল

বিশেষত, ফ্লাইট সাসস্পেনশন, গো ফার্স্টের দেউলিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ইত্যাদির কারণে বিমানের টিকিট মূল্য অতিরিক্ত হয়ে থাকে। আবার অপরদিকে নতুন রুট চালু করার জন্য ভারতীয় এয়ারলাইনে পর্যাপ্ত পরিমাণ বিমানও নেই। যার ফলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বিমানের টিকিটের। তবে পরিবহন দপ্তর তরফে আশা রাখছে আগামী ২-৩ মাসের মধ্যেই ৫ থেকে ১০ শতাংশ কমতে পারে বিমানের টিকিট মূল্য। যা সাধারণ মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করবে।

তবে বিমানের এই টিকিট (Areoplane Ticket) মূল্য হ্রাস হতে পারে দেশের আভ্যন্তরীণ বিমান রুটগুলিতে। কারণ স্বরূপ বিমান পরিষেবা বৃদ্ধি করতে আগামী কয়েক মাসের মধ্যেই কমপক্ষে ১০টি বিমান পথে নামাবে ভারতীয় এয়ারলাইন। যার ফলে বিমানের প্রাচুর্যতার পাশাপাশি টিকিট অ্যাভেলেবেল থাকবে। অপরদিকে ছাড় পাওয়া যাচ্ছে ATF-এর আমদানি শুল্ক ও দামে। যার ফলে অনেকটাই পকেটে চাপ কমবে যাত্রীদের। শুধু তাই না, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণণ টিকিট বুকিং বৃদ্ধি করতে জুলাই, আগস্টের সময়ের টিকিট মূল্য কমিয়েছে এয়ার ইন্ডিগো। পাশাপাশি ভিস্তারাও সাশ্রয়ী মূল্যের টিকিট বিক্রি শুরু করেছে। তাই আগামী কয়েক মাসের মধ্যে বিমান টিকিটের দাম কমলে স্বপ্ন পূরণ হবে বহু সংখ্যক জনসাধারণের। যা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisements