Krishak Bandhu Payment Status: ৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য, কৃষক বন্ধুর টাকা পেলেন কিনা বুঝে নিন এইভাবে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের এক একর জমি থাকা কৃষকদের বছরে ১০০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এক একটি কিস্তিতে দেওয়া হবে ৫০০০ টাকা করে। যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদের ন্যূনতম ৪০০০ টাকা দেওয়া হবে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার টাকা দেওয়া হয়। একবার টাকা দেওয়া হয় এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মধ্যে এবং দ্বিতীয়বার টাকা দেওয়া হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে। এখন যেহেতু জুন মাস চলছে তাই এই প্রকল্পের টাকা দেওয়ার সময় এসে গেছে। দেশের প্রায় ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদার এই টাকার জন্য মুখিয়ে রয়েছেন।

Advertisements

অনেক কৃষক রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেলেন কিনা তা নিয়ে ধন্দের মধ্যে থাকেন। বুঝতে পারেন না অ্যাকাউন্টে ঠিক সময়ে টাকা ঢুকলো কিনা! প্রকল্পের টাকা ঠিকঠাক এলো কিনা তা বোঝার জন্য রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। যে ব্যবস্থার মাধ্যমেই সহজেই বুঝে নেওয়া যায় পেমেন্টের স্ট্যাটাস (Krishak Bandhu Payment Status) কি অবস্থায় রয়েছে অর্থাৎ টাকা ঢুকলো নাকি কোন কারণে আটকে গেল।

Advertisements

আরও পড়ুন ? MSP for Dal: শুধু কিসান সম্মান নিধির ২০০০ টাকা নয়, এবার কৃষকদের আরো এক বড় উপহার দিতে চলেছে কেন্দ্র

কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস বোঝার জন্য উপভোক্তাদের https://krishakbandhu.net/ ওয়েবসাইটে লগইন করতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পর একেবারে হোমপেজে ‘কৃষক বন্ধু সম্পর্কিত’ বলে একটি ক্যাটাগরি দেখা যাবে। সেখানে ক্লিক করে অন্য একটি পেজে প্রবেশ করার পর ডান দিকে লগইন করার একটি জায়গা থাকবে এবং সেখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি এই ওয়েবসাইটে কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে তাকে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে।

ওয়েবসাইটে লগইন করার পর সেখানে বেনিফিশিয়ারি লিস্ট এবং স্ট্যাটাস চেক নামে দুটি অপশন লক্ষ্য করা যাবে। এই দুটি অপশনের মধ্যে ক্লিক করে জানা যাবে আপনার আবেদন গ্রহণ হয়েছে কিনা, আপনার আবেদন বাতিল হয়েছে কিনা, আপনার পেমেন্ট হয়েছে কিনা অথবা কোন জায়গায় রয়েছে ইত্যাদি নানান তথ্য। এছাড়াও টাকা কবে পাবেন ইত্যাদি যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকেই। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের যে হেল্প ডেক্স রয়েছে সেখানেও ফোন করে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

Advertisements