Without Ticket Train Passengers: ফাইন দিয়েও নো লাভ, এবার কঠিন শাস্তি! হাওড়া স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের দিতে হচ্ছে হাজিরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টিকিটের জন্য আর কত টাকাই বা লাগে? ৫-১০ টাকায় লোকাল ট্রেনে (Local Train) এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায়, এক্সপ্রেস এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে হয়তো খরচটা একটু বেশি। কিন্তু এই অল্প টাকায় ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের যে দূরত্ব পর্যন্ত পৌঁছে দেয় তা অন্যান্য যানবাহনে যেতে হলে অন্ততপক্ষে ১০ গুণ বেশি খরচ করতে হবে।

Advertisements

ভারতীয় রেলের উপর যে সকল যাত্রীরা ভর করে প্রতিদিন যাতায়াত করেন তারাও জানেন তারা কত কমে ভ্রমণ করছেন। আর এইসব জেনেও কিন্তু এই ৫ টাকা, ১০ টাকা খরচ করতেও তাদের গায়ে জ্বর আসে। বিশেষ করে লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে টিকিট না কেটেই ট্রেনে (Without Ticket Train Passengers) চড়ার প্রবণতা সবচেয়ে বেশি। আর এমন ঘটনার ফলে স্বাভাবিকভাবেই বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল।

Advertisements

যাত্রীরা যাতে বৈধ টিকিট কেটেই ট্রেনে চড়েন তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন সময় সচেতনতামূলক প্রচার চালানো হয়। সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি বিনা টিকিটের যাত্রীদের থেকে নেওয়া হয় জরিমানা। কিন্তু তারপরেও এই সকল যাত্রীদের মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না। আর এইসবের পরিপ্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসল রেল, রেলের তরফ থেকে এবার নতুন যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে ফাইন দিয়েও কোন লাভ হবে না, আরও বড় শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের।

Advertisements

আরও পড়ুন ? Income Tax Announcement: হাতে আসবে অনেক বেশি টাকা, জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন সিদ্ধান্ত বাড়াবে মধ্যবিত্তদের ইনকাম

টিকিট বিহীন যাত্রীদের থেকে জরিমানা আদায়ের পাশাপাশি তাদের অন্যান্য শাস্তি দেওয়ার জন্য এবার পূর্ব রেলের তরফ থেকে হাওড়া স্টেশনে ক্যাম্প কোর্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যায় লাগাম টানার জন্য এখন বিভিন্ন রুটের ট্রেনে চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি হাওড়া স্টেশনের সমস্ত গেটে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আর সেই চিরুনি তল্লাশিতে বিনা টিকিটে যাত্রী ধরা পড়লেই দেওয়া হচ্ছে কঠিন শাস্তি।

আগে যেখানে কেবলমাত্র এই ধরনের যাত্রীদের থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হতো এখন কিন্তু তা আর করা হচ্ছে না। এখন ওই বিনা টিকিটে যাত্রীকে হাজির করানো হচ্ছে ক্যাম্প কোর্টের বিচারকের সামনে। এরপর ওই বিচারক তার থেকে কারণ জানতে চাইছেন এবং অপরাধের গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুতরাং বিনা টিকিটে যারা ভ্রমণ করেন তাদের এবার আরো বেশি সতর্ক থাকতে হবে।

Advertisements