নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের ডিএ গত কয়েক মাসের মধ্যেই ৪-৪ করে ৮% বৃদ্ধি করা হয়েছে। ৮% ডিএ (DA) বৃদ্ধির পাশাপাশি আচমকা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় এপ্রিল মাসের জন্য বাড়তি ডিএ জুন মাসে যাওয়া হবে। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে জুন মাসে হাতে বেশি টাকা পাবেন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।
প্রথম দিকে জানানো হয়েছিল, এপ্রিল মাসের জন্য যে ৪ শতাংশ ডিএ বকেয়া রয়েছে তা জুন মাসের বেতনের (WB Government Employees Salary) সঙ্গে দেওয়া হবে। কিন্তু এতদিন অপেক্ষা না করিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ওই বাড়তি টাকা দেওয়া শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের ফলে জুন মাসে কত টাকা বেশি মিলছে রাজ্য সরকারি কর্মচারীদের চলুন দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক শিক্ষিকারা যাদের সর্বনিম্ন বেসিক বেতন হল ২৮৯০০ টাকা, তারা অন্যান্য যাবতীয় সব সুবিধা মিলিয়ে পেয়ে থাকেন ৩৩ হাজার ৭৩৫ টাকা। তারা বাড়তি DA অনুযায়ী জুন মাসে ১১৫৬ টাকা বেশি পাবেন। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সর্বনিম্ন বেসিক বেতন হলো ৪২ হাজার ৬০০ টাকা। হিসেব অনুযায়ী জুন মাসে শিক্ষক-শিক্ষিকারা চার শতাংশ বাড়তি DA-এর কারণে ১৭০৪ টাকা বেশি বেতন পাবেন।
গ্রুপ ডি লেভেলের যে সকল সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের বেসিক বেতন হলো ১৭ হাজার টাকা। জুন মাসে বাড়তি ডিএ দেওয়ার ফলে তাদের অ্যাকাউন্টে ৬৮০ টাকা বাড়তি ঢুকবে। লোয়ার ডিসিশন যে সকল ক্লার্ক করেছেন তাদের সর্বনিম্ন বেসিক বেতন প্রায় ২৩০০০ টাকা। তারা জুন মাসে ৯২০ টাকা বাড়তি পাবেন। বেসিক বেতনের ওপর নির্ভর করে জুন মাসে বাড়তি টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।
অন্যদিকে বিডিওদের বেসিক বেতন হলো সর্বনিম্ন ৫৬ হাজার টাকা। এক্ষেত্রে তারা জুন মাসে ২২৪০ টাকা বাড়তি পাবেন। ডব্লুবিসিএস ক্যাডারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের সর্বনিম্ন বেতন হল দু’লক্ষ টাকা। তারা বাড়তি ডিএ-র পরিপ্রেক্ষিতে জুন মাসে খুব কম করে ৮ হাজার টাকা বেশি পাবেন হাতে। যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন যত বেশি হবে তত বেশি টাকা তারা হাতে পাবেন।