Train Service GST: আর দিতে হবে না বেশি টাকা, কমবে টিকিট থেকে রেল পরিষেবার খরচ, গরিবদের কথা ভাবল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃতীয় বার ক্ষমতায় এসেই মোদি সরকার একের পর এক জনমুখী পদক্ষেপ গ্রহণ করছে। কখনো কৃষকদের জন্য একের পর এক ঘোষণা, তো আবার কখনো দেশের সাধারণ নাগরিকদের জন্য নতুন নতুন ঘোষণা। আর এসবের মধ্যে এবার ট্রেনের টিকিট (Train Ticket) থেকে শুরু করে রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হল তাতে স্বস্তি ফিরবে সাধারণ নাগরিকদের। কেননা নতুন এই সিদ্ধান্তের ফলে খরচ অনেকটাই কমে যাবে।

Advertisements

দেশের সাধারণ নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা সস্তায় এবং স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য প্রথমেই যে ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেন সেটি হলো রেল পরিষেবা। ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রতিদিন প্রায় দু’কোটি মানুষ যাতায়াত করছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই রেলের বিরুদ্ধে টিকিটের দাম থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার খরচ বৃদ্ধি করার অভিযোগ উঠছিল। এবার সেই বিষয়েই নড়েচড়ে বসলো কেন্দ্র।

Advertisements

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে স্টেশনের ওয়েটিং রুম ব্যবহার, মালপত্র রাখার ঘর ইত্যাদির ব্যবহারের জন্য জিএসটি নিতো। ট্রেনের টিকিট সহ এই সকল পরিষেবার ক্ষেত্রে জিএসটি (Train Service GST) নেওয়ার ফলে স্বাভাবিকভাবেই খরচ অনেকটা বেড়ে গিয়েছিল। এবার এই সকল ক্ষেত্রে খরচ কমাতে জিএসটি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। শনিবার তাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Tata Voltas AC: মাত্র ১০ হাজারেই বাড়ি আনুন TATA-র AC! একগাদা ফিচার, বিল আসবে নামমাত্র

রেলের প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে ওয়েটিং রুম, মালপত্র রাখার জন্য ব্যবহৃত ঘরের ভাড়ার সঙ্গে যে জিএসটি নেওয়া হতো সেগুলি তুলে নেওয়ার পাশাপাশি জিএসটি কাউন্সিলের তরফ থেকে রেল স্টেশনে ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়ির ভাড়ার উপর থেকেও জিএসটি তুলে দেওয়া হয়েছে। এই সকল ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার ফলে এখন কতটা সস্তা হতে পারে প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে এই সকল পরিষেবার খরচ?

রেলের তরফ থেকে বিভিন্ন শ্রেণীর ট্রেনের টিকিটের উপর ৫% জিএসটি লাগু করা হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। যেমন প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রে লাগু হত জিএসটি। গত শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই জিএসটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে টিকিটের উপর যে বাড়তি জিএসটি লাগত তা আর লাগবে না এবং টিকিটের দাম কমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে ট্রেনের সব ধরনের টিকিটের উপর কিন্তু জিএসটি লাগু হতো না। যে সকল টিকিটের উপর জিএসটি চাপানো হতো সেগুলি আর চাপানো হবে না।

Advertisements