Nuclear Weapons: পরমাণু অস্ত্রে রাশিয়ার ধারেকাছে নেই কেউ! জানুন কত নম্বরে ভারত, কত নম্বরে চীন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How many nuclear weapons are in the hands of a country: ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার পরমাণু অস্ত্র সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, পরমাণু অস্ত্র ছাড়া দেশগুলি নিজস্ব স্থিতিশীলতা হারাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে উঠবে। ২০১৭ সালে একটি সংস্থা নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত হয়েছে সংস্কারির নাম ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যবলিশ নিউক্লিয়ার ওয়েপনস। ২০০৭ সালে এই সংস্থাটি তৈরি করা হয়েছিল সারা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের (Nuclear Weapons) উৎপাদন বন্ধ করার উদ্দেশ্যে। এটি কিন্তু শুধুমাত্র ১ টি একক সংগঠন নয়। বিশ্বের মোট ১১০টি দেশের অন্তর্গত ৬৬০ টি ছোট সংস্থা এই সংগঠনের অন্তর্ভুক্ত। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে ১ টি রিপোর্ট পেশ করা হয়েছে।

Advertisements

প্রত্যেকটি দেশের খরচই বাড়ছে। খরচ বাড়ানো হচ্ছে পারমাণবিক অস্ত্র (Nuclear Weapons) তৈরি করার জন্য। ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেনসের তরফ থেকে পেশ করা রিপোর্টে উঠে এসেছে সমস্ত তথ্য। ২০২২ সালে তুলনায় ২৩ সালে পারমাণবিক অস্ত্রের পিছনে খরচ অনেকটাই বেড়ে গেছে। ২০২৩ সালে পারমাণবিক অস্ত্র তৈরীর জন্য খরচ করা হয়েছে ৮ লক্ষ কোটি টাকা। আর এই খরচ করেছে পৃথিবীর মাত্র ৯ টি দেশ মিলে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অস্ত্রের পিছনে খরচ করা হয়েছে ১৩ গুণ বেশি টাকা। যে হারে পারমানবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়ছে, তাতে আশঙ্কাও বাড়ছে সাধারণের মনে। তবে কি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে?

Advertisements

ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনসের পক্ষ থেকে ১ টি তালিকা প্রস্তুত করা হয়েছে। কোন দেশে কতগুলি নিউক্লিয়ার ওয়েপনস আছে তার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই তালিকা। তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়েপনস (Nuclear Weapons) রয়েছে রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে মোট ৫৫০০ টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সবচেয়ে কম অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। সে দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা মাত্র ৫০ টি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫০৪৪টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অন্যতম পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র চীন ও ফ্রান্সের নাম। চীনে মোট অস্ত্রের সংখ্যা ৫০০ টি এবং ফ্রান্সে রয়েছে ২৯০ টি পারমাণবিক অস্ত্র। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। মোট অস্ত্রের সংখ্যা ২২৫টি। ১৭২ টি অস্ত্র নিয়ে ষষ্ঠ স্থানে নাম রয়েছে ভারতের। পাকিস্তানের পারমানবিক অস্ত্রের সংখ্যা ভারতের থেকে মাত্র ২ টো কম। সে দেশের অস্ত্র রয়েছে ১৭০ টি। ইজরায়েলের কাছেও রয়েছে ৯০টি পারমাণবিক অস্ত্র।

Advertisements

আরও পড়ুন ? Airtel Rs 9 Plan: Jio কে টেক্কা! এবারে মাত্র ৯ টাকায় নতুন খেলা শুরু করলো Airtel

রিপোর্ট থেকেই জানা যায়, পারমাণবিক অস্ত্রের ভিত্তিতে ৫ টি শীর্ষস্থানীয় দেশের মধ্যে আমেরিকা ও রাশিয়ার কাছে রয়েছে ৯০% অস্ত্র। মোট ২১০০ পারমাণবিক অস্ত্রের (Nuclear Weapons) মধ্যে বেশিরভাগটাই রয়েছে রাশিয়া ও আমেরিকার কাছে। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্কের মতে পারমাণবিক অস্ত্র মতন করার দিক থেকে রাশিয়া আর আমেরিকাকেই অনুসরণ করছে ভারত ও পাকিস্তান। এই প্রথমবার চীনও একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে হাই অপারেশনাল এলার্ট হিসেবে। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর বহু দেশ পারমাণবিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে। অন্য দেশগুলোর তুলনায় চীনে পারমানবিক অস্ত্রের পরিমাণ বৃদ্ধির হার অনেক বেশি।

আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু ২ টি দেশই একে অপরের দিকে পারমাণবিক মিসাইল তাক করে রেখেছে। এই কথা সারা বিশ্ববাসী জানে। তৃতীয় দেশ হিসেবে জায়গা করে নিয়েছে চীন। এই প্রথমবার তারাও পারমাণবিক মিসাইল বসিয়েছে অন্য দেশের বিরুদ্ধে। চীন একেবারে তৈরি করে রেখেছে সবকিছু। প্রয়োজনে মিসাইল ব্যবহার করতে ১ মুহূর্ত দেরি করবে না তারা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট পৃথিবীর সমগ্র দেশের পারমাণবিক অস্ত্রের (Nuclear Weapons) উপর কড়া নজরদারি চালাচ্ছে। এই সুইডিশ সংস্থাটির মতে এই মুহূর্তে ২১০০ টি পারমাণবিক বোমা ব্যবহারের জন্য একেবারে তৈরি। প্রয়োজন পড়লে মুহূর্তের মধ্যে এগিয়ে যাবে ধ্বংসলীলা চালানোর উদ্দেশ্যে।

Advertisements