নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল জেলায় ঘুরে দেখার মত বিভিন্ন স্পট রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাঁকুড়া (Bankura)। এই জেলায় শুশুনিয়া পাহাড় থেকে শুরু করে মুকুটমণিপুর, বিহারীনাথ পাহাড়, বিষ্ণুপুর, জয়রামবাটী, ঝিলিমিলি সহ বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলি পর্যটকদের বছরের পর বছর ধরে আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে প্রাকৃতিক পরিস্থিতির কারণে সবসময়ই বাঁকুড়ায় পর্যটকরা ভিড় জমানোর সুযোগ পান না।
পশ্চিমের জেলা হওয়ার কারণে বাঁকুড়ায় যেমন শীতকালে জাঁকিয়ে শীত পড়ে, ঠিক সেই রকমই আবার গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে। যে কারণে গ্রীষ্মকালে পর্যটকদের খুব ভিড় দেখা যায় না। তবে আবার বর্ষার মরশুম শুরু হতেই অনেকেই রয়েছেন যারা বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী ও মনোরম স্পটগুলি ঘুরে দেখার পরিকল্পনা করে থাকেন।
বহু পর্যটক রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়া ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও তাদের কাছে বড় বোঝা হয়ে দাঁড়ায় হোটেল ভাড়া। কেননা একবার যেকোনো হোটেলে রাত কাটানোর প্ল্যান করলেই অন্ততপক্ষে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা খরচ করতেই হয়। বিশেষ করে বাঁকুড়ার মত জেলায় এসি হোটেল ছাড়া পর্যটকদের রাত কাটানো খুব কষ্টকর। তাই স্বাভাবিকভাবেই হোটেল ভাড়া বেশ কিছুটা বেশি হয়ে থাকে। তবে বাঁকুড়াতেই সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে বাঁকুড়া ইয়ুথ হোস্টেল (Bankura Youth Hostel), যেখানে মাত্র ২২৫ টাকায় থাকা যেতে পারে।
সরকারি এই ইয়ুথ হোটেলে থাকার জন্য অবশ্য পর্যটকদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যে সকল নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে অন্যতম হলো মদ পান করা অথবা ধূমপান করার মত কাজ করা যাবে না। এছাড়াও উৎশৃংখলভাবে রাত কাটানো যাবে না। মোটের উপর সরকারি এই হোটেলে রাত কাটাতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। এছাড়াও এখানে রান্নার ব্যবস্থা না থাকায় খাওয়া-দাওয়া বাইরে করতে হয়।
কম খরচে বাঁকুড়ার ইয়ুথ হোটেল বুকিং করার জন্য https://www.youthhostelbooking.wb.gov.in ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে। বাঁকুড়ার মুকুটমনিপুর, শুশুনিয়া, রামকিঙ্কর, বিষ্ণুপুরে ইয়ুথ হোটেল রয়েছে। এই সকল ইয়ুথ হোটেলে অনলাইনে বুকিং করার ব্যবস্থা থাকার পাশাপাশি ওই ওয়েবসাইট থেকেই ওই সকল হোটেলের যোগাযোগ নম্বর পাওয়া যাবে। যেগুলিতে ফোন করেও ব্যবস্থাপনা থেকে শুরু করে বুকিং ইত্যাদির কাজ করতে পারবেন পর্যটকরা।
বাঁকুড়ায় যে সকল ইয়ুথ হোটেল রয়েছে সেই সকল ইয়ুথ হোটেলের ভাড়ার যে চার্ট রয়েছে তা থেকে জানা যাচ্ছে, নন এসি ডবল বেড ৭০০ টাকা, এসি ডবল বেড ৯৫০ টাকা, এসি ট্রিপল বেড ১১০০ টাকা, নন এসি ট্রিপল বেড ৯০০ টাকা ইত্যাদি। এছাড়াও রয়েছে ডিলাক্স রুম এবং ডরমেটরি রুম। ডিলাক্স রুমের জন্য ভাড়া দিতে হবে ১১৫০ টাকা, অন্যদিকে ডরমেটরি রুমে থাকার জন্য খরচ হবে মাত্র ২২৫ টাকা।