নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে এখনো পর্যন্ত ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির ফলে এখন উত্তরবঙ্গে চলছে বন্যা পরিস্থিতি। তবে এর উল্টো ছবি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে (South Bengal) একদিকে বর্ষার লেটে আগমন, অন্যদিকে বর্ষার আগমন হলেও বৃষ্টির দেখা নেই। উপরন্তু দিন দিন বাড়ছে গরম। তবে এমন পরিস্থিতিতেই সোমবার আলিপুর হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে একটি মেগা খবর দেওয়া হয়েছে।
এখনো পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি নিয়ে যে আপডেট পাওয়া গিয়েছে, সেই আপডেট অনুযায়ী কোচবিহারে বৃষ্টি হয়েছে ১৫৯ শতাংশ। আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ৯৪%। আপাতত রাজ্যের মধ্যে এই দুটি জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আবার উত্তরবঙ্গেরই মালদাতে বৃষ্টির ঘাটতি রয়েছে ৭৭%। একই রাজ্যের মধ্যে এমন পার্থক্য রীতিমতো আবহাওয়ার খামখেয়ালিপনাকে আরো স্পষ্ট করছে।
বৃষ্টির ঘাটতির পরিপ্রেক্ষিতে যদি দক্ষিণবঙ্গের দিকে তাকানো যায় তাহলে লক্ষ্য করা যাবে, দক্ষিণবঙ্গ জুড়ে এখনো ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। কলকাতায় বৃষ্টির ঘাটতি রয়েছে ৮৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮৪ শতাংশ এবং উত্তর ২৪ পরগনায় ৭৯ শতাংশ। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির ঘাটতি প্রায় কাছাকাছি। মূলত বঙ্গোপসাগর সহ অন্যান্য এলাকায় গত কয়েকদিন ধরে কোনরকম সিস্টেম তৈরি না হওয়ার কারণে বৃষ্টির সম্ভাবনা দিন দিন কমেছে।
তবে এসবের মধ্যেই আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস সোমবার জানিয়েছেন, জুলাই মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা কেটে যাবে। জুন মাসের শেষ এবং জুলাই মাসের শুরুর দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) দানা বাঁধছে এবং সেই ঘূর্ণাবর্ত জুনের শেষ ও জুলাইয়ের শুরুর দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়াও ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর আবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করার পর জুন মাসের শেষের তিনদিন ও জুলাইয়ের শুরুতে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।