নিজস্ব প্রতিবেদন : টেলিকম পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতীয়দের এখন যে দুটি সংস্থার নাম প্রথমেই মনে আসে সেই দুটি সংস্থা হল Jio এবং Airtel। কেননা এই দুটি টেলিকম সংস্থা শুধু গ্রাহকদের সস্তায় পরিষেবা দিচ্ছে এমন নয়, পাশাপাশি তারা গ্রাহকদের প্রতিদিনই নতুন নতুন অফার থেকে শুরু করে প্রযুক্তি ও পরিষেবা উপহার দিচ্ছে।
ভারতের টেলিকম বাজারের প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে থাকা Jio এবং Airtel আবার নিজেদের মধ্যেও প্রতিনিয়ত প্রতিযোগিতা চালাচ্ছে। তাদের প্রতিযোগিতা চলছে মূলত গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে। প্রতিদিনই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে এই দুই টেলিকম সংস্থার এক টেলিকম সংস্থা অন্য টেলিকম সংস্থাকে টেক্কা দিতে নতুন নতুন প্ল্যান লঞ্চ করছে। ঠিক সেই রকমই এবার এয়ারটেল মাত্র ৯ টাকায় (Airtel Rs 9 Plan) নতুন খেলা শুরু করে দিল।
মাত্র ৯ টাকা, বর্তমানে যার বাজার মূল্য নেই বললেই চলে সেই ৯ টাকাতেই এয়ারটেল তাদের গ্রাহকদের পরিষেবা দেবে এমনই সিদ্ধান্ত নিয়েছে। ৯ টাকায় আবার Airtel এর তরফ থেকে যা দেওয়া হচ্ছে তার রীতিমতো অবিশ্বাস্য। আপাতকালীন পরিস্থিতিতে গ্রাহকরা এই ৯ টাকাতেই তাদের প্রয়োজনীয় বহু কাজ সেরে ফেলতে পারবেন। আর এই ৯ টাকার বিনিময়ে রিচার্জ প্ল্যান লঞ্চ করার পরিপ্রেক্ষিতে এয়ারটেল জিওর মত টেলিকম সংস্থাকে টেক্কা দেবে বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুন ? Jio vs Airtel: ৪৯ টাকার রিচার্জ প্ল্যান আনল জিও ও এয়ারটেল, মিলছে এইসব সুবিধা
এয়ারটেল সম্প্রতি মাত্র ৯ টাকার যে রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে সেই রিচার্জ প্ল্যান গ্রাহকদের এক ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ দেবে। সংস্থার তরফ থেকে আনলিমিটেড ডেটা দেওয়ার কথা বলা হলেও অবশ্য ১০ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হচ্ছে এবং বাকি সময় ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সে যাই হোক, মাত্র ৯ টাকায় এয়ারটেল যা দিচ্ছে তা রীতিমতো টেলিকম জগতে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
এয়ারটেল গ্রাহকরা ইতিমধ্যেই নতুন এই রিচার্জ প্ল্যান ব্যবহার করার সুযোগ পাবেন। তবে এই রিচার্জ প্ল্যান ব্যবহার করতে হলে গ্রাহকের নম্বরে যেকোনো একটি অ্যাক্টিভ প্ল্যান থাকতে হবে। গ্রাহকরা চাইলে এয়ারটেল থ্যাংকস অ্যাপ অথবা এয়ারটেলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।