নিজস্ব প্রতিবেদন : রাজ্য হোক অথবা কেন্দ্র, প্রত্যেক সরকারই কর্মচারীদের যে সকল চাওয়া পাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো বেতন, ডিএ, ছুটি ইত্যাদি। তবে সব সময় সরকারি কর্মচারীদের মনোমতো চাহিদা পূরণ করতে পারে না সরকার। যদিও সরকারের তরফ থেকে চাহিদা পূরণ করার প্রচেষ্টা সবসময় চালানো হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের ডিএ নিয়ে নানান দাবি-দাওয়া তুলে আসছেন। তাদের যে দাবি তা হল কেন্দ্রীয় হারে ডিএ বরাদ্দ করা। যদিও রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি দু’দফায় ৪ শতাংশ করে ৮% ডিএ বৃদ্ধি করা হয়েছে। তবে এই ডিএ বৃদ্ধি এখন অতীত, এবার রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে নতুন এক ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। যদিও সেই ছুটি হাফ বেলার (New Half Holiday in WB)।
দিন কয়েক আগেই জামাইষষ্ঠীর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছিল। ঠিক সেই রকমই রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে আরও একটি অর্ধদিবসের ঘোষণা করা হলো। এবার যে নতুন অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে সেটি রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পুরোপুরিভাবে নতুন। কেননা এর আগে কোনদিন ওই দিনটিতে ছুটি খুব অথবা অর্ধ দিবস দেওয়া হয়নি।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ জুলাই অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি দেওয়ার। ঐ দিনটিকে বছরের পর বছর ধরে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। আর এবার ওই দিনটিকে অর্ধদিবস ছুটি হিসাবে ঘোষণা করল রাজ্য সরকারের অর্থ দপ্তর। বুধবার এই বিষয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের পাশাপাশি ওই দিনটি আবার তার মৃত্যুদিনও। এই দিনটিতে এবার অর্ধদিবস ছুটির পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে। ঐদিন দুপুর দুটোর পরই রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পেয়ে যাবেন। এদিকে এই বছর ১ জুলাই পড়েছে সোমবার, যে কারণে শনিবার ও রবিবার ছুটির পর আবার সোমবার অর্ধদিবস সরকারি কর্মচারীদের কাছে পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে।