নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) হাতে এখন যেমন হাজার হাজার লোকাল, এক্সপ্রেস, মেল, সুপারফাস্ট ট্রেন রয়েছে, ঠিক সেই রকমই রয়েছে বেশ কিছু প্রিমিয়াম ট্রেন। ভারতীয় রেলের হাতে থাকা প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এছাড়াও রয়েছে গতিমান এক্সপ্রেস। তবে সবচেয়ে বেশি আলোচনায় যে ট্রেনটি থাকে সেটি হল বন্দে ভারত।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি হল ঘন্টায় ১৬০ কিলোমিটার। ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার হলেও পরিকাঠামোর অভাবে এই ট্রেনটি কখনোই ওই গতিতে চলতে সক্ষম নয়। বরং ভারতে চলা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির গড় সর্বোচ্চ গতিবেগ (Vande Bharat Express Speed) হলো ঘন্টায় ৭৬.২৫ কিলোমিটার। তবে এরপরেও এই ট্রেনের গতিবেগ কমে যেতে পারে আর গতিবেগ কমলে গন্তব্যে পৌঁছানোর সময় অনেকটাই বেড়ে যেতে পারে।
বন্দে ভারত এক্সপ্রেস এবং গতিমান এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটারের পরিবর্তে ১৩০ কিলোমিটার করার জন্য রেল বোর্ডকে আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে সর্বভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে। এমন অনুরোধ জানানো হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফে বলেই জানা যাচ্ছে। আসলে দিন কয়েক আগেই বাংলার বুকে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা ইতিমধ্যেই উদ্বেগে ফেলেছে রাজ্যের পাশাপাশি দেশের মানুষদের। দিনের আলোয় যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ থেকে ১১ জন এবং আহত প্রায় ৫০।
আরও পড়ুন ? New AC Trains: পুরো এসি নতুন দু’জোড়া ট্রেন পেল বাংলা, খরচ বন্দে ভারতের চেয়ে অনেক কম
পরপর রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই রেলের তরফ থেকে বিভিন্ন রুটে কবচ ও আর্মার সিস্টেম বসানোর কাজ তৎপরতার সঙ্গে চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ ট্রেনের গতিবেগ, বিশেষ করে দ্রুতগতির ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ কমিয়ে আনার পক্ষে সওয়াল করা হচ্ছে রেলের বিভিন্ন মহলের তরফ থেকে। আর রেল বোর্ড যদি গতি কমানোর অনুরোধ মেনে নেয় তাহলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো দ্রুতগতির ট্রেনের গতিতে ব্রেক পড়বে।
যে সকল ট্রেনের গতি কমানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে সেগুলি হল ১২০৪৯/১২০৫০ দিল্লি-ঝাঁসি-দিল্লি গতিমান এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২৪৬৯/২২৪৭০ দিল্লি-খাজুরাহো-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর ২০১৭১/২০১৭২ দিল্লি-রানি কমলাপতি-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১২০০১/১২০০২ দিল্লি-কমলাপতি-দিল্লি শতাব্দী এক্সপ্রেসের। এই সকল ট্রেনের গতিবেগ ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার কমে গেলে যাত্রাপথের সময়ও অন্ততপক্ষে ৩০ মিনিট বেড়ে যাবে।