Accident inside Train: চলন্ত ট্রেনের লোয়ার বার্থেও বিপত্তি! শোয়ার আগে সব দেখে না নিলে মটকে যাবে ঘাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার (Indian Railways) ওপর ভর করে প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যান। একসময় এই সংখ্যা ছিল কয়েক লক্ষ, তবে পরবর্তীতে সংখ্যাটা বেড়ে এখন কোটি ছাড়িয়ে গিয়েছে। মূলত কম খরচে এবং স্বাচ্ছন্দের সঙ্গে যাতায়াতের কারণেই রেল পরিষেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এই রেল পরিষেবার মধ্যেই কখনো কখনো এমন কিছু ঘটনা (Accident inside Train) ঘটে যায় যেগুলি নাড়িয়ে দেয় যাত্রীদের।

Advertisements

দূরপাল্লার ট্রেনে সফর করার ক্ষেত্রে অধিকাংশ যাত্রীদের দেখা যায় তাদের পছন্দের বার্থ হল লোয়ার বার্থ। আসলে লোয়ার বার্থে উঠা নামার ঝামেলা থাকে না, এছাড়াও লোয়ার বার্থে রয়েছে আরও বেশ কিছু সুবিধা যেমন বাইরের দৃশ্য সহজে দেখতে পাওয়া ইত্যাদি। তবে এবার এই লোয়ার বার্থে শুয়ে থাকা একটি যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটলো যা শুনলে আপনিও ঘাবড়ে যাবেন।

Advertisements

এক বৃদ্ধ যাত্রী লোয়ার বার্থে শুয়ে শুয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। তিনি যখন চলন্ত ট্রেনে সফর করছিলেন ঠিক সেই সময় তার উপরে থাকা আপার বার্থ আচমকা ভেঙে যায়। এরপর ওই আপার বার্থ ভেঙ্গে একেবারে উপর থেকে নিচে শুয়ে থাকা লোয়ার বার্থের বৃদ্ধের ঘাড়ে পড়ে। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ওই বৃদ্ধের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি এবার নিচের বার্থে বসা অথবা শোয়ার সময়ও আপার ও মিডিল বার্থ চেক করে নিতে হবে?

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Express Speed: বন্দে ভারত এক্সপ্রেসের গতিতে ব্রেক! অনেকটাই বেড়ে যাবে যাত্রাপথের সময়

পুলিশ সূত্রে জানা গিয়েছে এমন দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তি কেরলের মলপ্পুরম জেলার মারানচেরি শহরের বাসিন্দা। ওই ব্যক্তির নাম আলি খান সিকে। জানা গিয়েছে গত সপ্তাহে ওই ব্যক্তি তার এক বন্ধুর সঙ্গে দিল্লি যাচ্ছিলেন। তিনি যে ট্রেনে যাচ্ছিলেন ওই ট্রেনটি কেরলের ওয়ারাঙ্গালের কাছাকাছি আসতেই এমন দুর্ঘটনা ঘটে। ওই ট্রেনের আপার, মিডিল এবং লোয়ার তিন বার্থেই তিনজন যাত্রী ছিলেন। নিচের বার্থে ছিলেন ওই বৃদ্ধ।

এমন দুর্ঘটনায় ট্রেনের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে সেই সময় অবশ্য রেলের তরফ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, বার্থ নিয়ে কোন সমস্যা ছিল না, যা সমস্যা ছিল তা হলো যাত্রীদের অসাবধানতা। মূলত আপার বার্থের যাত্রী বার্থের চেনটি ঠিকঠাক না লাগানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনে এমন দুর্ঘটনা এবং রেলের বিবৃতির পরিপ্রেক্ষিতে স্পষ্ট, আপনি যদি এই রকম যাত্রা করে থাকেন তাহলে অবশ্যই মিডিল ও আপার বার্থের চেন ঠিকঠাক লাগানো আছে কিনা চেক করে দেখে নিতে হবে।

Advertisements