নিজস্ব প্রতিবেদন : আষাঢ় মাসের ১০ দিন কেটে গেলেও দক্ষিণবঙ্গে (South Bengal) এখনো বৃষ্টির (Rainfall) দেখা মেলেনি। মাঝে মাঝে কোন কোন জায়গায় দু-এক পশলা বৃষ্টি হলেও কাটেনি গরম। তবে এসবের মধ্যেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য হাওয়া অফিস একটি সুখবর নিয়ে হাজির। আর সেই সুখবর হলো বঙ্গোপসাগরে নিম্নচাপের (Low Pressure Bay of Bengal) প্রাদুর্ভাব।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে নেমে আসবে বৃষ্টি। নিম্নচাপ দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ুকে শক্তিশালী করবে এবং তার প্রভাবেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন হলেই কমে যাবে তাপমাত্রার পারদ আর ফিরবে স্বস্তি।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে। শক্তি বাড়িয়ে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। প্রথমদিকে শুক্রবারের মধ্যেই ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও শনিবার ও রবিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। তবে এর প্রভাব বৃহস্পতিবার থেকেই লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন ? Indian Railways New Rules: রেলের নতুন নিয়ম, এবারের ট্রেনে উঠলে বদলে ফেলতে হবে এই সকল অভ্যেস
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই আকাশ হালকা মেঘে ঢাকা পড়তে শুরু করবে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। শুক্রবার থেকে আবহাওয়াই বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু জেলায় ভারী ধরনের বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, নদীয়া এবং মুর্শিদাবাদের মতো জেলায়। এছাড়াও ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে এবং শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।