নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে আষাঢ় মাসের প্রথম সপ্তাহ কেটে গিয়েছে। তবে তার পরেও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির দেখা নেই। যেন মনে হচ্ছে দক্ষিণবঙ্গ ঋতু পরিবর্তনের ব্যালেন্স হারিয়েছে। একদিকে যেমন বৃষ্টি নেই, ঠিক সেই রকমই অন্যদিকে গরম কমারও নামগন্ধ নেই। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখন বৃষ্টির দিকে হা করে তাকিয়ে রয়েছেন। তবে এসবের মধ্যেই আবহাওয়া (Weather Update) নিয়ে ভালো খবর দিল হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফ থেকে ভালো খবর হিসাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী ৬ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলেও জানানো হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এবার দক্ষিণবঙ্গে খরা কাটবে। জুলাই মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে খরা কাটবে বলে আশা করা হচ্ছে। কেননা জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলা ও পূর্বের জেলাগুলিতে ভারী বৃষ্টির দেখা মিলবে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ওই ঘূর্ণাবর্ত শুক্রবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হবে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।
এসবের পরিপ্রেক্ষিতেই দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বজ্রপাতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেন থেকে শুরু করে ওয়াইড স্প্রেইড রেন হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।