নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা দেশের প্রতিটি নাগরিকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। যে রেল পরিষেবার ওপর ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন। ভারতীয় রেলের (Indian Railways) সমস্ত ডিভিশনই রেলের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ একটি ডিভিশন হল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)।
বাংলার অনেকেই রয়েছেন যারা বছরের বিভিন্ন সময় পুরি সহ বিভিন্ন জায়গা ঘুরতে যান। দক্ষিণ-পূর্ব রেলের উপর ভর করে বাংলা থেকে পুরী যাত্রা করা হয়। সাম্প্রতিককালে পুরী যাওয়ার যে সকল ট্রেন রয়েছে সেই সকল ট্রেনের এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে কনফার্ম টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই রয়েছেন যারা নিজেদের প্ল্যান বাতিল করছেন অথবা অন্য কোন যানবাহনে পুরী যাওয়ার প্ল্যান করছেন।
তবে এমন পরিস্থিতির কথা মাথায় রেখে এবার দক্ষিণ-পূর্ব রেল এমন এক পদক্ষেপ নিল যে পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আরও বেশি পরিমাণে টিকিট কনফার্ম হবে। কেননা দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে চারজোড়া ট্রেনে কোচ সংখ্যা বৃদ্ধি (Extra Coaches in Train) করার সিদ্ধান্ত নেওয়া হল। গোটা জুলাই মাস বাড়তি কোচ নিয়ে ওই চার জোড়া ট্রেন যাত্রা করার পাশাপাশি আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত বাড়তি কোচগুলির সুবিধা পাবেন যাত্রীরা।
আরও পড়ুন ? Train Cancellation: দীঘা সহ একের পর এক রুটের ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা এই সকল রুটে
১২০৭৩ ও ১২০৭৪ হাওড়া ও ভুবনেশ্বরের মধ্যে যাতায়াত করা ট্রেনটি পুরো জুলাই মাস একটি বাড়তি জেনারেল কোচ নিয়ে দৌড়াবে। ১২৮৮১ ও ১২৮৮২ শালিমার ও পুরীর মধ্যে যাতায়াত করা গরীব রথ এক্সপ্রেস ট্রেনটিতে জুড়ে দেওয়া হচ্ছে আরো একটি এসি থ্রি টায়ার কোচ। গোটা জুলাই মাস বাড়তি কোচ নিয়ে দৌড়াবে গরিব রথ এক্সপ্রেস। ১৪৪০৯ ও ১৮৪১০ শালিমার ও পুরীর মধ্যে যাতায়াত করা এক্সপ্রেস ট্রেনটিতে জুড়ে দেওয়া হচ্ছে একটি বাড়তি এসি থ্রি টায়ার কোচ। আগস্ট মাসের একটাই পর্যন্ত ওই ট্রেনটি বাড়তি কোচ নিয়ে দৌড়াবে। অন্যদিকে ১২৮২১ ও ১২৮২২ শালিমার ও পুরীর মধ্যে যাতায়াত করা ধৌলি এক্সপ্রেস ট্রেনটি একটি বাড়তি স্লিপার কোচ নিয়ে দৌড়াবে আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত।
বাংলা থেকে পুরী পর্যন্ত যাতায়াত করা চার জোড়া এই সকল ট্রেনে বাড়তি কোচ জুড়ে দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই আরও বেশ কিছু যাত্রী কনফার্ম টিকিট পাওয়ার সুযোগ পাবেন। কেননা কোচ সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আসন সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এর ফলে অনেক পর্যটক রয়েছেন যারা পুরী ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন।