Many people do not know the full form of PNR: ভারতবর্ষের অন্যতম পরিবহন ব্যবস্থা রেল পরিবহন ব্যবস্থা। যাকে ভারতের লাইফ লাইন বলা হয়। যাত্রীদের সুরক্ষার্থে এই রেল পরিবহন ব্যবস্থায় রেল কর্তৃপক্ষ তরফে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য প্রতি প্ল্যাটফর্মসহ বিভিন্ন জায়গায় বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের টিকিট কনফার্মেশন চেক করার জন্য টিকিটের উপর নম্বর দেওয়া থাকে। যা রেল যাত্রীদের সুবিধা প্রদান করে। সেরকমই একটি নম্বর হলো PNR নম্বর। কেন এই নম্বর ব্যবহার করা হয় তা কম-বেশি সকলেরই জানা। কিন্তু এই নামের পুরো নাম (PNR Full Form) সম্পর্কে কম-বেশি অনেকেই অজ্ঞাত। তাই এই নামের পুরো নাম জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বিশেষত রেল পরিবহন ব্যবস্থায় দূরপাল্লা বা এক্সপ্রেস ট্রেনের টিকিটের উপর লেখা থাকে এই পিএনআর নম্বর। মূলত রেল কর্তৃপক্ষ তরফে রেল যাত্রীদের টিকিট কনফার্মেশনের জন্য এ পিএনআর নম্বর দেওয়া থাকে। যেটি মূলত ১০ নম্বরের হয়। যে নম্বরের মাধ্যমে রেলযাত্রীরা জানতে পারে যে টিকিট বুকিং কনফার্ম হয়েছে কিনা। এই ধরনের টিকিট বুকিং যাত্রীদের সকলেরই চোখে পড়ে এই পিএনআর নম্বর। কিন্তু কখনোই কেউ জানতে উদগ্রীব হয় না যে এই লেখার ফুল ফর্ম কি?
ট্রেনের টিকিটে লেখা থাকা পিএনআর কথার ফুল ফর্ম (PNR Full Form) হলো “প্যাসেঞ্জার নেম রেকর্ডস” (Passenger name records)। যা দূরপাল্লা বা এক্সপ্রেস ট্রেনের টিকিটের উপরে লেখা থাকে। যে নম্বরের সাথে যাত্রীর ট্রেন ভ্রমণের সমস্ত তথ্য থাকে। অর্থাৎ যাত্রীদের সমস্ত তথ্য ভান্ডার রেলের কাছে এই পিএনআর নম্বরের মধ্যেই থাকে। যে নম্বরের মাধ্যমে যাত্রীর গন্তব্য, ট্রেনের কোচ, সিট সমস্ত কিছু জানা যায়।
অপরদিকে যেসব যাত্রীদের টিকিট ওয়েটিং লিস্টে থাকে তারাও এই পিএনআর নম্বর ব্যবহার করেন। এই পিএনআর নম্বর দিয়ে তারা সার্চ করে দেখেন ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হয়েছে কিনা। তাহলে জানা হয়ে গেল টিকিটে উপর লেখা থাকা PNR-এর পুরো নাম কি। এবার আপনি আপনার কাছের মানুষকেও এর অর্থ জানাতে পারেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় লেখা পরীক্ষা থেকে ইন্টারভিউ যেকোনো জায়গাতেই সাধারণ জ্ঞান থেকে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাই যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই এই উত্তর (PNR Full Form) জেনে রাখা উচিত। যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।