Petrol Diesel Price Decreased: হুস করে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম, কর কমিয়ে আমজনতাকে স্বস্তি দিল এই রাজ্য!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল ডিজেল দুটি জ্বালানি এখন প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি। কেননা এখনো পর্যন্ত দেশের অধিকাংশ যানবাহন পেট্রোল ডিজেল (Petrol Diesel) চালিত। এমন অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেলে একদিকে যেমন চাপ বাড়ে সাধারণ মানুষদের, ঠিক সেই রকমই পেট্রোল-ডিজেলের দাম কমলে (Petrol Diesel Price Decreased) ফেরে স্বস্তি।

Advertisements

গত কয়েক বছর ধরেই দফায় দফায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার পর লোকসভা ভোটের মাস কয়েক আগে কেন্দ্রের তরফ থেকে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমানো হয়। তবে তার পরেও কিন্তু পেট্রোল ডিজেলের দাম এমন জায়গায় আসেনি যে স্বস্তির মধ্যে রয়েছেন দেশের মানুষেরা। তবে এসবের মধ্যেই কর কমিয়ে দেশ এক রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল।

Advertisements

ডিজেলের ওপর ২৪% থেকে কর কমিয়ে ২১% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পেট্রোলের ওপর যেখানে ২৬ শতাংশ কর ছিল তা কমিয়ে ২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করার ফলে লিটার প্রতি ডিজেলের দাম কমছে ২ টাকা এবং লিটার প্রতি পেট্রোলের দাম কমছে ৬৫ পয়সা। পেট্রোল ও ডিজেলের দামের উপর কর কমিয়ে আমজনতাকে স্বস্তি দেওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

Advertisements

আরও পড়ুন ? Petrol Diesel Price: ২০ টাকা কমে যাবে পেট্রোল ডিজেলের দাম! নতুন সরকার গড়েই বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

মহারাষ্ট্র সরকারের বিধানসভায় আয়োজিত বাজেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাই এলাকার জন্য। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে কর কমানোর পর পেট্রোল ও ডিজেলের দাম IOC-র তরফ থেকে মুম্বাই এলাকার জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পেট্রোলের দাম আগে যেখানে ১০৪.২১ টাকা পড়তো সেই জায়গায় এখন পড়বে ১০৩.৫৬ টাকা। ডিজেলের দাম এখন কমে দাঁড়াচ্ছে ৯০.১৫ টাকা।

মুম্বাই এলাকায় কর কমিয়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হলেও অবশ্য দেশের অন্য কোন রাজ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেখানে কর্ণাটক, গোয়ার মতো রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে সেই জায়গায় মহারাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্ত বেশ স্বস্তিজনক বলেই মনে করা হচ্ছে।

Advertisements