CNG Price: বাড়বে অটো, বাস ভাড়া! CNG নিয়ে মিলল একদম বাজে খবর

Prosun Kanti Das

Published on:

Advertisements

An increase in CNG price may increase the cost of transportation: হঠাৎ করেই সিএনজির দাম (CNG Price) বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে নতুন দামে সিএনজি ব্যবহার করলে গাড়ি চালানোর খরচও বাড়বে আর খুব স্বাভাবিকভাবেই বাড়বে যাতায়াতের ভাড়াও। সিএনজির ভাড়া হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সমস্যায় প্রায় গোটা দেশ। এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে নিউ দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এমনকি ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনেও। ২২ শে জুন ২০২৪ থেকে বাড়ানো হয়েছে সিএনজির ভাড়া। বৃদ্ধির হার প্রতি কেজিতে ১ টাকা।

Advertisements

কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি হল এক ধরনের প্রাকৃতিক গ্যাস। বহিরাগত চাপের সাহায্যে গ্যাসটিকে তরলে পরিণত করে গ্যাস ট্যাঙ্কে ফিল করে তা ব্যবহার করা হয় যানবাহনের প্রয়োজনে। পেট্রোল ডিজেলের মতো জ্বালানি তেলের মতনই কাজ করে এই তরলাকৃত সিএনজি গ্যাস। এই গ্যাসটি অত্যন্ত সহজলভ্য এবং রক্ষণাবেক্ষণের খরচ খুবই কম। সিএনজিতে কোনরকম সিসা বা বেনজিনের অস্তিত্ব নেই, খরচও কম পরিবেশ দূষণমুক্ত রাখতেও সাহায্য করে তাই একটু একটু করে সিএনজির চাহিদা বাড়ছিল দেশজুড়ে। কিন্তু হঠাৎই সিএনজির দাম বাড়িয়ে (CNG Price) দেওয়ায় সমস্যার মুখে দেশবাসী।

Advertisements

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম বাড়িয়ে (CNG Price) দিয়েছে এর প্রভাব পড়েছে হরিয়ানা, মুম্বাই, দিল্লি, রাজস্থান এবং জাতীয় রাজধানী অঞ্চল এলাকাতেও। ২২ শে জুন সকাল থেকে নতুন দাম কার্যকর করা শুরু হয়ে গেছে সারা দেশব্যাপী। মূল্য বৃদ্ধির পর দিল্লিতে প্রতি কেজি সিএনজির বর্তমান দাম দাঁড়িয়েছে ৭৫.০৯ টাকা। তবে ভারতের সমস্ত এলাকায় সিএনজির দাম সমানভাবে বাড়েনি। গুরুগ্রাম, কৈথল, কারনাল এইসমস্ত এলাকায় সিএনজির দামের পরিবর্তনের তেমন প্রভাব পড়তে দেখা যাচ্ছে না। সারা ভারত জুড়ে বিভিন্ন এলাকায় সিএনজির বর্ধিত দামের প্রভাব পড়েছে কম বা বেশি। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের পক্ষ থেকে তৈরি করা একটি তালিকার মাধ্যমে তা কিছুটা আন্দাজ করা যায়।

Advertisements

আরও পড়ুন ? PNR Full Form: PNR কি জিনিস সবাই জানেন, কিন্তু এর ফুল ফর্ম কি অনেকেই জানেন না

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের পক্ষ থেকে সিএনজির বর্ধিত দামের (CNG Price) একটি তালিকা তৈরি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক তালিকা অনুযায়ী বিভিন্ন রাজ্যে সিএনজির বর্ধিত দামের পরিমাণ কত দাঁড়িয়েছে? এই মুহূর্তে সিএনজির দাম সব থেকে বেশি রয়েছে পালি, আজমীর ও রাজসমান্দ এলাকায়। প্রতি কেজি সিএনজির দাম এই এলাকায় ৮২.৯৪ টাকা। কানপুর, ফতেহপুর, হামিরপুর এলাকায় প্রতি কেজি সিএনজির দাম ৮২.৯২ টাকা। মাহোবা, বান্দা, চিত্রকূট এই এলাকাগুলিতে সিএনজির দাম একটু কম। প্রতি কেজি সিএনজির দাম পড়ছে ৮১.৯২ টাকা। কারনাল ও কৈথল এলাকায় বর্তমান সিএনজির দাম প্রতি কেজি ৮০.৪৩ টাকা। এবং গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম ৮০.১২ টাকা। মোজাফ্ফরনগর, মিরাট ও শ্যামলী এই ধরনের এলাকাগুলিতে সিএনজির বর্তমান দাম ৮০.৮ টাকা প্রতি কেজি। নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, রেবাড়ি এই এলাকাগুলিতে বর্তমান সিএনজির দাম প্রতি কেজি ৭৯.৭০ টাকা। এই মুহূর্তে সিএনজির দাম সবচেয়ে কম রয়েছে দিল্লির এনসিটি এলাকায়। এখানে প্রতি কেজি সিএনজির দাম ৭৫.০৯ টাকা।

লখনৌ তে আগে সিএনজির দাম ছিল ৯২.২৫ টাকা। সিএনজির দাম বৃদ্ধির (CNG Price) পর থেকে লখনৌ টু সিএনজির দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা প্রতি কেজি। সিএনজির হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন যাত্রীরা। সিএনজির দাম বেড়ে যাওয়ার ফলে সিএনজি দ্বারা চালিত গাড়িগুলির খরচও অনেকটাই বেড়ে গেছে। তাই খুব স্বাভাবিকভাবে গাড়ি ভাড়ার পরিমাণও বাড়াতে বাধ্য হয়েছে চালকরা। সাধারণ মানুষের নিত্য খরচের সাথে যুক্ত হল আরও ১ টি নতুন খরচ। হঠাৎ খরচ বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষরা।

Advertisements