RBI Penalty On HSBC: কাউকে রেয়াত নয়, নিয়ম না মানলেই শাস্তি! এবার মোটা টাকা জরিমানা খেলো আরও এক ব্যাঙ্ক

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দেশের প্রত্যেক ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানের উপর প্রতিনিয়ত কড়া নজরদারি চালিয়ে থাকে। এমন কড়া নজরদারি চালানো হয় কারণ একটাই। আর সেই কারণ হলো যেন নিয়ম মেনে ওই সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যকলাপ চালায়। নিয়ম মেনে কার্যকলাপ চালালে বিনিয়োগ বা সঞ্চয়কারীদের টাকা পয়সা সুরক্ষিত থাকে।

Advertisements

কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নজরদারি চালানোর সময় যদি কোন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের উপর কোনরকম অনিয়ম দেখতে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের উপর কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। কখনো কখনো আর্থিক জরিমানা, কখনো কখনো সাময়িকভাবে লেনদেন বন্ধ করে দেওয়া আবার কখনো কখনো বেনিয়ম জোরালো হলে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার একটি ব্যাংকের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৯.৬০ লক্ষ টাকা জরিমানা (RBI Penalty) করল।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ব্যাংকের উপর এমন মোটা টাকা জরিমানা করা হয়েছে সেই ব্যাঙ্কটি হল দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বা এইচএসবিসি (RBI Penalty On HSBC)। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গত শুক্রবার এমন বিপুল অংকের টাকা জরিমানা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিপুল টাকা জরিমানা করার বিজ্ঞপ্তির পাশাপাশি জরিমানা করার কারণও জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Rail Reservation Seat: ঝামেলা করার দরকার নেই! রিজার্ভেশন সিট ফাঁকা করার সহজ উপায় জানাল রেল

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, কার্ড সংক্রান্ত নিয়ম অমান্য করার জন্যই ওই ব্যাংকের উপর এত টাকা জরিমানা করা হয়েছে। কিছু নির্দেশিকা যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং রুপি ডি-নমিনেটেড কো ব্রান্ডেড প্রিপেইড কার্ড অপারেশনস অফ ব্যাংকস সংক্রান্ত কিছু নিয়ম না মেনে চলার কারণে তাদের উপর জরিমানা চাপানো হয়েছে।

জরিমানা চাপানোর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এইচএসবিসি ব্যাংককে চিঠি করা হয়েছিল এবং সেই চিঠির জবাব চাওয়া হয়েছিল। এরপর এইচএসবিসি ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে মৌখিক বক্তব্য সহ অন্যান্য যে সকল উত্তর দিয়েছে তাতে সেই ভাবে কোনরকম জরিমানা আরোপ না করার মতো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। আর এরই পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেষমেশ বিপুল পরিমাণ টাকা এইচএসবিসি ব্যাংকের উপর আরোপ করে।

Advertisements