ICICI FD New Rates: ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল আনল আইসিআইসিআই ব্যাঙ্ক, অনেক বেশি লাভ পাবেন বিনিয়োগকারীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক হল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসাবে আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কোটি কোটি। এইচডিএফসি ব্যাঙ্কের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। স্বাভাবিকভাবেই এই ব্যাঙ্কটি তাদের কোন প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন আনলেই কোটি কোটি গ্রাহকদের উপর তার প্রভাব পড়ে।

Advertisements

আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হারে (ICICI FD New Rates) পরিবর্তন আনা হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে তাদের গ্রাহকদের সুখবর দিয়ে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যে সকল কোটি কোটি গ্রাহকরা এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তারা অনেক বেশি সুবিধা পাবেন।

Advertisements

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোটা টাকা বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ ঘোষণা করেছে। সেই ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও বেশ কিছু বদল এনেছে। নতুন যে নিয়ম আনা হয়েছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে সংজ্ঞা বদলে যাচ্ছে খুচরো বিনিয়োগকারীদের। কেননা এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী ২ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকা পর্যন্ত লগ্নীকারীদের রিটেল ডিপোজিটর হিসাবে ধরা হবে।

Advertisements

আইসিআইসিআই ব্যাঙ্কের নতুন ঘোষণা অনুযায়ী ৭ থেকে ২৯ দিনের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৩ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৫ শতাংশ সুদ। ৩০ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে সুদের পরিমাণ ৩.৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাবেন ৪ শতাংশ সুদ। ৪৬ দিন থেকে ৬০ দিন মেয়াদের FD-র সুদের হার সাধারণ গ্রাহকদের জন্য ৪.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ।
৬১ দিন থেকে ৯০ দিনের স্থায়ী আমানতের উপর সাধারণ গ্রাহকদের সুদ দিচ্ছে ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে ৫ শতাংশ। ৯০ দিন থেকে ১২০ দিন মেয়াদের জন্য ৪.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে।

১২১ দিন থেকে ১৫০ দিনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা পাবেন ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা পাবেন ৫.২৫ শতাংশ সুদ। ১৫১ দিন থেকে ১৮৪ দিনের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৪.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা পাবেন ৫.২৫ শতাংশ। ১৮৫ দিন থেকে ২১০ দিন মেয়াদের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন ৫.৭৫ শতাংশ, প্রবীণ পাবেন ৬.২৫ শতাংশ। ২১১ দিন থেকে ২৭০ দিনের ক্ষেত্রে সাধারণ পাবেন ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৬.২৫ শতাংশ।

আরও পড়ুন ? RBI Penalty On HSBC: কাউকে রেয়াত নয়, নিয়ম না মানলেই শাস্তি! এবার মোটা টাকা জরিমানা খেলো আরও এক ব্যাঙ্ক

২৭১ দিন থেকে ২৮৯ দিনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৬.৫০ শতাংশ সুদ পাবেন। ২৯০ দিন থেকে ১ বছরের কম সময়ের ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা পাবেন ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.২০ শতাংশ সুদ। ১ বছর থেকে ৩৮৯ দিনের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা পাবেন ৬.৭০ শতাংশ এবং নাগরিকরা পাবেন ৭.২০ শতাংশ। ৩৯০ দিন থেকে ১৫ মাসের কম সময়ের জন্য সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.২০ শতাংশ।
১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের পাবেন ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের পাবেন ৬.২৫ শতাংশ। ১৮ মাস থেকে ২ বছরের জন্য সাধারণ গ্রাহকরা পাবেন ৭.২০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ। ২ বছর ১ দিন থেকে ৩ বছর মেয়াদের ক্ষেত্রে করলে সাধারণ গ্রাহকেরা পাবেন ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫০ শতাংশ। ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৫০ শতাংশ। ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের ক্ষেত্রে সুদের হার সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৯০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৪০ শতাংশ।

এক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ রয়েছে ৩৯০ দিন থেকে ১৫ মাসের কম সময়ের জন্য। যে সময়সীমার উপর বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন ৭.২% সুদ এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ।

Advertisements