নিজস্ব প্রতিবেদন : সরকারি কর্মচারীদের জন্য গত কয়েক মাস ধরে নতুন নতুন ঘোষণা করছে সরকার। সে কেন্দ্র সরকার হোক অথবা রাজ্য সরকার DA থেকে শুরু করে এইচআরএ সহ বিভিন্ন ধরনের ক্ষেত্রে নানান ঘোষণা করতে দেখা যাচ্ছে। আর এই সকল ঘোষণার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অনেকটাই বেতন বেড়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের। তবে এবার যে ঘোষণা করা হলো তাতে সরকারি কর্মচারীরা হাতে আরও বেশি বেতন (In Hand Salary) পাবেন।
নিয়ম মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লোকসভা ভোটের ঠিক আগেই কেন্দ্র সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল। যে বর্ধিত ডিএ চলতি বছর জানুয়ারি মাস থেকে লাগু হয়। আর এবার কেন্দ্র সরকারের তরফ থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন একটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল, যে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হাতে বেতন বেশি আসবে। তবে সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু এই বিজ্ঞপ্তি আওতায় আসবেন না।
এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্সিওরেন্সের জন্য বেতন থেকে টাকা কাটা হতো। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কিছুটা কমে যেত। কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আর গ্রুপ ইন্সিওরেন্সের জন্য বেতন থেকে টাকা কাটা হবে না। এর ফলে যে টাকা কাটা হতো সেই টাকা এবার সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আসবে বেশি।
আরও পড়ুন ? DA Issue: DA আদায় নিয়ে এবার বড় পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের, চাপে পড়বে মমতা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা অবশ্য সমস্ত সরকারি কর্মচারীরা পাবেন না। যে সকল সরকারি কর্মচারীরা ২০১৩ সালের ১ সেপ্টেম্বরের পর থেকে কাজে যোগ দিয়েছিলেন তাদের বেতন থেকে আর গ্রুপ ইন্সিওরেন্সের টাকা কাটা হবে না। অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া ওই সময়সীমার আগে যে সকল সরকারি কর্মচারীরা কাজে নিযুক্ত হয়েছিলেন তাদের কিন্তু আগের নিয়মেই বেতন থেকে গ্রূপ ইন্সিওরেন্সের জন্য টাকা কাটা হবে।
গ্রুপ ইন্সিওরেন্সের জন্য টাকা কাটার যে নিয়ম তা চালু হয়েছিল ১৯৮২ সালের জানুয়ারি মাস থেকে। এবার নতুন নিয়ম অনুসারে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে এই খাতে টাকা কাটা হবে না তারা কিছু সুবিধা পাবেন না। কেননা গ্রূপ ইন্সিওরেন্সের টাকা কাটার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবারকে ইন্সিওরেন্সের কভার দেওয়া হতো, এছাড়াও অবসর গ্রহণের সময় এককালীন মোটা অংকের টাকা কাটা হতো। ইপিএফও-র তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে এই টাকা কাটা হতো এযাবৎ। অন্যদিকে এতদিন পর্যন্ত যে টাকা কাটা হয়েছে, সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।