Prevention of Money Laundering Act: বিদেশে পালিয়েও রেহাই নেই! বিজয় মালিয়া-নীরব মোদিদের টাকা ফেরৎ আনতে নতুন আইন আনছে কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

India to introduce new Prevention of Money Laundering Act in Monsoon session: সম্প্রতি ভারতে আয়োজিত হয়েছিল লোকসভা ভোট। প্রায় ২ মাস ধরে ৭ দফায় আয়োজিত হয়েছিল ভোট প্রক্রিয়া। ভোট গ্রহণ সমাপ্ত হবার পর ফল প্রকাশ হয়ে গিয়েছে। আবারো দেশের শাসন ভার এসেছে এনডিএ জোটের হাতে। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার সাথে সাথে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো দেশ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধার। এই কাজের জন্য নতুন আইনও (Prevention of Money Laundering Act) প্রবর্তন করতে চলেছেন তিনি।

Advertisements

তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই আর্থিক প্রতারণা সংস্কারের দিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ২০০২ সালে পিএমএলএ আইন চালু করা হয়েছিল। আর্থিক প্রতারণা সংক্রান্ত যাবতীয় বিচার চলতো এই আইনের নিয়ম অনুযায়ী। তবে এবার সেই আইনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের আর্থিক প্রতারণা সমস্যার সংস্কার করার উদ্দেশ্যে আইনের (Prevention of Money Laundering Act) এই বিপুল পরিবর্তন করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। প্রতারকদের শাস্তি দিতে এবং অর্থ উদ্ধার করে ব্যাংকের হাতে তুলে দিতে চায় কেন্দ্র।

Advertisements

বেশ কিছু আর্থিক সমস্যাকে পিএমএলএ আইনের (Prevention of Money Laundering Act) আওতা থেকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আর্থিক প্রতারণার ক্ষেত্রে শাস্তির পরিমাণে কোন পরিবর্তন হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশিষ্ট মহলে। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে আয়োজন করা হয়েছিল বাদল অধিবেশনের। সেখানে পিএমএলএ সংক্রান্ত বেশ কিছু তথ্য আলোচিত হয়েছে। এই আইনের সাহায্যে বাজেয়াপ্ত অর্থ উদ্ধারের ১ টি নতুন নিয়ম যুক্ত করতে চলেছে কেন্দ্র। যার মাধ্যমে প্রতারকদের দ্বারা বাজেয়াপ্ত করা সম্পত্তি সহজেই উদ্ধার করতে পারবে তদন্তকারী দল। অর্থ উদ্ধার করা সম্ভব হলে তা সরাসরি ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisements

আরও পড়ুন ? QR Code Toto: শুধু ফুটপাত উচ্ছেদ নয়, এবার ফাঁদে টোটো! রাজ্যে নয়া অভিযান প্রশাসনের

ভারত থেকে যে পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করার অভিযোগ রয়েছে, নিরব মোদী ও বিজয় মালিয়াদের উপরে তা উদ্ধার করা সম্ভব হলে ব্যাংক গুলির সমস্যা অনেকটাই কমে যাবে। যা ক্ষতি হয়েছে তা অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে প্রতিটা ব্যাংক। এর পাশাপাশি পরিশোধ না করার ঋণ উদ্ধারকার্যে জটিলতা কমবে। ঋণ পরিশোধ না করে সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রতারকদের কাছ থেকে অর্থ ফিরিয়া না অনেক সহজ হবে। এছাড়াও বেশ কিছু পরিবর্তন আসতে পারে পিএমএলএ আইনে (Prevention of Money Laundering Act) বেশ কিছু বিষয় বাদ দেওয়া হতে পারে এই আইনের আওতা থেকে।

২০২৩ সালে চালু করা দন্ড সংহিতার সাথে সামঞ্জস্য রেখে বদল করা হবে পিএমএলএ আইনের এতদিন পর্যন্ত এই আইনের আওতায় প্রায় ৪৩ টি আর্থিক প্রতারণার তদন্ত ভার ছিল ইডির সংস্থাগুলির উপর। আইন বদলের পর সেই সংখ্যাটা কমে দাঁড়াবে ৩১ এ। তবে আইনের আওতা থেকে সরিয়ে নেওয়া হলেও সেই বিশেষ প্রতারণা গুলির ক্ষেত্রে শাস্তির পরিমাণঃ কোনরকম বদল হবে কিনা তা আলোচ্য বিষয়। ইতিমধ্যে পিএমএলএ আইনের সংশোধন সংক্রান্ত আইনের রূপরেখা তৈরি কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই প্রকাশ করা হবে পরিবর্তিত পিএমএলএ আইনটি।

Advertisements