Monsoon Travel Spot: হাতে সময় কম, বর্ষায় টুক করে ২ দিনের ছুটিতে ঘুরে আসা যায় সুন্দর এইসব স্পট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit this Monsoon for a 2-day vacation from this Travel Spot: বর্ষায় প্রকৃতি একদম অন্য রূপে ধরা দেয়। পাহাড়ি বর্ষার সৌন্দর্য নিজের চোখে না দেখলে আন্দাজ করতে পারবেন না। অপরদিকে উত্তাল সমুদ্র এক অপরূপ দৃশ্য। স্রোতস্বিনী নদীও আপনার মন কাড়বে। তাই বর্ষাকালে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসে অনেকেই। তবে ঘুরতে যাওয়ার জন্য বর্ষার পাহাড় কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই বেশিরভাগ ক্ষেত্রেই সমুদ্র বা নদীর উপকূলবর্তী এলাকাগুলিতেই পর্যটকদের ভিড় জমে বর্ষায়। তবে পাহাড়ি বর্ষার আনন্দ নিতে পাহাড়ি উপত্যাকা কিংবা টিলা পাহাড়গুলিতে ঘুরতে যেতে পারেন আপনি। বর্ষাকালে আপনার বাড়ির কাছেই এই জায়গাগুলিতে (Monsoon Travel Spot) ঘুরতে যেতে পারেন।

Advertisements

ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য অবশ্য বর্ষাকাল শীতকাল বা গরমকাল বলে আলাদা কিছু হয় না। প্রকৃতির রুপ বিভিন্ন সময় বিভিন্ন রকম আর সেই রূপ উপভোগ করতে পর্যটকরা পৌঁছে যান বিভিন্ন জায়গায়। শুধু বেছে নিতে হয় ভ্রমণের জায়গাগুলি। একেক ঋতুতে একেক জায়গার পরিবেশ একেক রকম হতে থাকে। তাই কোন ঋতুতে কোন জায়গায় গেলে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করা যাবে শুধু বেছে নিতে হয় সেই জায়গাটুকুই। দীঘা, পুড়ি তো অনেক গেছেন এইবার বর্ষায় ঘুরে আসুন একটু বিহার থেকে। বিহারে এমন অনেক জায়গা রয়েছে যেখানে বর্ষার রূপ একদম অন্যরকম পাশাপাশি রয়েছে ইতিহাস ও আদিম সংস্কৃতিকে জানার সুযোগ। বর্ষায় ঘুরতে যাবার জন্য সেরা কয়েকটি ঠিকানার (Monsoon Travel Spot) খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

Advertisements
1. বুদ্ধগয়া

বিহারের পর্যটন কেন্দ্র সম্পর্কে কথা বলতে গেলে সবার প্রথমে যে নামটি মনে আসে সেটি হল বুদ্ধগয়া। ফল্গু নদীর তীরে অবস্থিত সাজানো-গোছানো, সুন্দর, ব্যস্ত ১ টি শহর। এই বুদ্ধগয়াতেই অশ্বত্থ গাছের নিচে বোধি লাভ করেছিলেন বুদ্ধদেব। পুরাণে কথিত এই কাহিনী আমরা প্রায় সকলেই জানি। বুদ্ধগয়ায় গেলে দেখতে পাবেন বোধি বৃক্ষ, প্রাচীন মঠ, মহাবোধি মন্দির। এছাড়াও রয়েছে চীনা মন্দির, ভুটান মঠ, থাই মন্দির। আরো রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর। বুদ্ধ গয়ার মাঠের ভিতরে ঢুকে গাছের তলায় বসে নিশ্চিন্ত এবং শান্ত পরিবেশ অনুভব করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে (Monsoon Travel Spot) পারেন এই জায়গাটি থেকে। বর্ষায় এই জায়গাটি কিন্তু আপনার মন কেড়ে নেবে।

Advertisements
2. রাজগীর

বর্ষায় ঘুরতে যাবার জন্য আরও ১ টি ভালো ঠিকানা (Monsoon Travel Spot) হল বিহারের রাজগীর। বিহারের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটিও। পাহাড়ি বৃষ্টির মজা নিতে চাইলে, এই এলাকাটি খুবই ভালো। পাশাপাশি পাবেন আদিম ইতিহাসের খোঁজখবরও। পাহাড়ে ঘেরা এই এলাকার প্রত্যেকটা কোনায় লুকিয়ে রয়েছে ঐতিহাসিক কাহিনী। রাজগীর এলাকায় একাধিক মন্দির রাজপ্রাসাদ ইত্যাদি ধ্বংসস্তূপ দেখতে পাবেন। রয়েছে উষ্ণপ্রস্রবনও। পাহাড়ের উপরে রয়েছে গ্লাস ব্রিজ, প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপ ইত্যাদি। আপনি চাইলে পাহাড়ে উঠতেও পারবেন। ট্রেকিং করার ব্যবস্থা না থাকলেও বর্ষায় পাহাড়ে উঠতে কোন ভয় নেই, রয়েছে রোপওয়ে ব্যাবস্থা।

আরও পড়ুন ? IRCTC Tour Package: ৩ দিনের ছুটিতে জ্যোতির্লিঙ্গ দর্শন, থাকা-খাওয়ার চিন্তা নেই, জলের দরে প্যাকেজ ঘোষণা IRCTC-র

3. বৈশালী

ইতিহাস জানার পাশাপাশি বর্ষার প্রকৃতি অনুভব করার জন্য একদম উপযুক্ত জায়গা হল বৈশালী। বিহারের প্রত্নতাত্ত্বিক এই এলাকাটি সম্পূর্ণ ইতিহাস সমৃদ্ধ। প্রাচীনকালে লিচ্ছবি শাসকদের রাজধানী ছিল বৈশালী। বর্তমানে এখানে গেলে দেখতে পাবেন কুটাগরশালা বিহার, বিশ্বশান্তি শিবালয়, করোনেশন ট্যাঙ্ক, রিলিক স্তুপ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম, বাবন পোখর মন্দির, কুন্দলপুর ইত্যাদি। এখানকার সব থেকে বড় আকর্ষণ হল চৌমুখী মহাদেবের মন্দির।

4. নালন্দা

ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিহারের নালন্দা। পঠন পাঠোনের কাজ না চললেও বিহারের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে এখনো পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই বিশ্ববিদ্যালয় এরিয়া। ইতিহাস গঠনে নালন্দার ভূমিকা অপরিহার্য। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পেতে চাইলে একমাত্র উপায় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে জানা। শোনা যায়, পরিব্রাজক হিউয়েন শাং বিহারে এসে টানা দু’বছর ছিলেন এই বিশ্ববিদ্যালয় এলাকাতে। পাশাপাশি এখানকার পরিবেশ, আবহাওয়াও কিন্তু বেশ মনোরম। ইতিহাসকে জানার পাশাপাশি উপভোগ করতে পারবেন বর্ষার আনন্দও। তাই বর্ষায় ঘুরতে আসার অন্যতম সেরা ঠিকানা (Monsoon Travel Spot) হতেই পারে বিহারের নালন্দা।

Advertisements