It is the oldest established business group in the country: ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের রমরমা কিন্তু আজ নতুন নয়। বহু বছর ধরে চলে আসছে এই আধিপত্য। স্বাধীনতার পূর্বেও একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আধিপত্য বিস্তার করতে দেখা গেছিল। এর মধ্যে প্রাচীন প্রতিষ্ঠানগুলি (Oldest Business Group) নাম উল্লেখ করলে সেখানে টাটা বিড়লার নামটা আগেই উঠে আসে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির মধ্যে অনেক ব্যবসায়ই আজ বন্ধ হয়ে গেছে। সেই সংস্থার নাম আজ কেউ জানেনা। কিন্তু এমন অনেক সংস্থা রয়েছে যার দাপট প্রাচীনকাল থেকে আজ অব্দি একইভাবে চলে আসছে। তার মধ্যে অন্যতম হলো টাটা বিড়লা। কিন্তু এই সংস্থাটা কিন্তু সব থেকে প্রাচীন সংস্থা নয়।
সবচেয়ে প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠানটির (Oldest Business Group) নাম ওয়াদিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছিল প্রায় ৩০০ বছর আগে ১৭৩৬ খ্রিস্টাব্দে। সেই সময় ভারতে রাজত্ব করছিল মোঘল বাদশাহ মোহাম্মদ শাহ। লাভজি নুসেরওয়ানজি ওয়াদিয়া এই সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে জাহাজ কারখানা হিসেবে তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সেইসময় ওয়াদিয়া গ্রুপ ৩৫৫ টি জাহাজ তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। বর্তমানে এই সংস্থা বিস্কুট থেকে শুরু করে অ্যাভিয়েশন সব ক্ষেত্রেই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে চলেছে। শুরুর দিন থেকে আজ অব্দি তাদের আধিপত্য একটুও কমেনি।
ভারতের সবচেয়ে প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান (Oldest Business Group) ওয়াদিয়া গ্রুপ, তাদের ব্যবসায় ক্ষেত্রে প্রথম ১৩০ বছর জাহাজ নির্মাণের কাজেই নিযুক্ত ছিল। পরবর্তীতে ব্যবসা বৃদ্ধি করা হয়। ১৮৬৩ সালে তৈরি করা হয় বোম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। শুরু হয় সেগুন কাঠের ব্যবসা। এরপর আসে চা, কফি আরও নানা প্রয়োজনীয় পণ্যের ব্যবসা। বাড়তে বাড়তে প্রায় সব ক্ষেত্রেই ব্যবসায়িকভাবে যুক্ত হয়েছে ওয়াদিয়া গ্রুপ।
১৮৭৯ সালে ভারতের প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান (Oldest Business Group) ওয়াদিয়া গ্রুপ প্রতিষ্ঠা করে টেক্সটাইল কোম্পানি বোম্বা ডাইং। এই কাজেও রমরমা ব্যবসা করার পর ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রগুলোতে প্রবেশ করতে শুরু করে ওয়াদিয়া গ্রুপ। ভারতের সবথেকে বিখ্যাত বিস্কুট ব্র্যান্ড ব্রিটানিয়া কিন্তু ওয়াদিয়া গ্রুপেরই অংশ। ১৮৯২ সালে ব্রিটানিয়া কোম্পানির প্রথম কারখানা তৈরি করা হয়। শুরুর দিকে এই বিস্কুট কারখানাটিতে কর্মী ছিল মাত্র ২৯৫ জন। বর্তমানে এই বিস্কুট কারখানাটি ভারতের সবচেয়ে বিখ্যাত বিস্কুট কোম্পানি হিসেবে পরিচিত।
ভারতের প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান (Oldest Business Group) ওয়াদিয়া গ্রুপের রমরমা হয় মূলত স্বাধীনতার পর। ১৯৭৭ সালে ওয়াদিয়া গ্রুপের দায়িত্বভার গ্রহণ করেন নুসলি ওয়াদিয়া। তারপরেই এই সংস্থার ব্যবসায়িক বিস্তার রমরমিয়ে বাড়তে থাকে। তার হাত ধরে এই সংস্থাটি একটু একটু করে এগিয়ে চলেছে। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই ব্যবসায়িকভাবে যুক্ত রয়েছে ওয়াদিয়া গ্রুপ। রয়েছে বিমান পরিষেবাও। গো এয়ার নামক একটি বিমান সংস্থার মালিকানার দায়িত্ব রয়েছে ওয়াদিয়া গ্রুপ। ওয়াদিয়া গ্রুপের অন্তর্ভুক্ত কয়েকটি বিখ্যাত কোম্পানিগুলি হলো ব্রিটানিয়া, বোম্বে ডাইং, ওয়াদিয়া টেকনো ইঞ্জিনিয়ারিং, বোম্বে রিয়েলটি বোম্বে বুমরাহ ইত্যাদি।