Reliance Industries: মুকেশও নন, নিতাও নন! রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ইনার কাছে

Prosun Kanti Das

Published on:

Advertisements

This person owns the largest number of shares in Reliance Industries: বর্তমানে সব থেকে চর্চিত বিষয় হলো আম্বানি পরিবারের ছোট পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান। ভারত তথা এশিয়া মহাদেশের অন্যতম ধন কুবের মুকেশ আম্বানির ছোট পুত্র আনন্ত আম্বানির বিয়ে ঘিরে চলছে ব্যাপক চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা এই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশ্বের তাবোড় তাবোড় ব্যক্তিত্বরা এই কয়েক দিন ধরে জমায়েত করেছেন মুম্বাই শহরে। উদ্দেশ্য, আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠান। আম্বানি পরিবারের প্রধান ব্যবসা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। কিন্তু রিলায়েন্সের কতটুকু মালিকানা রয়েছে আম্বানিদের হাতে? জানুন সঠিক তথ্য।

Advertisements

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। তারই ছেলে অনন্ত আম্বানি এবং নব পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে আলোচনা। ছেলের বিয়েতে কোন কিছুতে কোন রকম কমতি রাখতে চাননি মুকেশ আম্বানি। তাই জন্য ঢেলে আয়োজন করেছেন বিয়ের। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) সংস্থাটি প্রায় সব ক্ষেত্রে নিজেদের ব্যবসা বিস্তার করেছে। তেল থেকে শুরু করে গ্যাস, পেট্রোকেমিক্যাল, রিফাইনিং ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা রয়েছে এই সংস্থাটির। সব থেকে জনপ্রিয় ব্যবসাটি হল টেলিকম বিভাগ। পাশাপাশি রয়েছে রিটেল এবং মিডিয়া বিভাগও। ব্যবসার প্রত্যেকটি ক্ষেত্রেই ভীষণভাবেই সফল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

Advertisements

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক কে? এই প্রশ্ন উঠে আসলেই উত্তর হিসেবে উঠে আসে মুকেশ আম্বানির নাম। কিন্তু সত্যি কি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক? না, মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক নয়। মালিক বলা ভুল সর্বাধিক শেয়ারহোল্ডারও নন তিনি। শুধু মুকেশ আম্বানি কেন, তার স্ত্রী নীতা আম্বানি অথবা ৩ সন্তান আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানি কেউই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বাধিক শেয়ারহোল্ডার নন। সেই হিসেবে এদের কাউকেই এই ইন্ডাস্ট্রিজের মালিক বলা একেবারেই চলে না। তাহলে এই সংস্থার প্রতি কার অধিকার সবচেয়ে বেশি? চলুন জেনে নেয়া যাক তার নাম।

Advertisements

আরও পড়ুন ? New Business of Ambani: ছেলে অনন্তের বিয়ের পাট চুকতে না চুকতেই নতুন ব্যবসা মুকেশ আম্বানির! আশায় সাধারণ মানুষরা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল আম্বানি পরিবারের ধীরু ভাই আম্বানির হাত ধরে। এরপর পৈত্রিক সূত্রে তার ছোট পুত্র মুকেশ আম্বানি এই সংস্থার দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যাবতীয় কাজকর্ম মুকেশ আম্বানির কথাতেই পরিচালিত হয়। তার হাত ধরেই ব্যবসা প্রতিনিয়ত এগিয়ে চলেছে সাফল্যের দিকে। মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ১২৩.৭ বিলিয়ন অর্থাৎ প্রায় ১০ লক্ষ কোটি টাকার কাছাকাছি। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু কোন ১ জনের মালিকানার উপর চলে না। মূলত এটি শেয়ার হোল্ডারদের উপরেই নির্ভর করে। সম্পূর্ণ সংস্থাটির ৫০.৩৯ শতাংশ শেয়ার রয়েছে আম্বানি পরিবার এবং রিলায়েন্স প্রোমোটার গ্রুপের হাতে। আর বাকি শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে। সাধারণের কাছে রয়েছে প্রায় ৪৯.৬১% শেয়ার।

Kokilaben Ambani

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) দায়িত্বপ্রাপ্ত আম্বানি পরিবারের কাছে যা শেয়ার রয়েছে তার মধ্যে সবথেকে বেশি শেয়ার রয়েছে কোকিলাবেন আম্বানির কাছে। কোকিলাবেন হলেন ধীরুভাই আম্বানির স্ত্রী, অর্থাৎ মুকেশ আম্বানির মা। সংস্থাটির সম্পূর্ণ শেয়ারের ২৪ শতাংশ শেয়ার রয়েছে কোকিলাবেন আম্বানির হাতে। অর্থাৎ প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ৪১ হাজার ৩২২ টি শেয়ারের মালিক তিনি। সেখানে মুকেশ আম্বানির ৩ সন্তান অর্থাৎ আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানির কাছে মিলিত ভাবে রয়েছে মাত্র ১২ শতাংশ শেয়ার। অর্থাৎ তাদের কাছে মিলিতভাবে রয়েছে মোট ৮০ লাখ ৫২ হাজার ২১ টি শেয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, কোকিলাবেন আম্বানির একক সম্পত্তির পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকার বেশি।

Advertisements