HDFC Bank has made a big place in the global list: বর্তমানে ভারতের ব্যাংকগুলো রীতিমতো টেক্কা দিচ্ছে বিশ্বের বিভিন্ন বড় মাপের ব্যাংকের সঙ্গে। কয়েক বছর আগেও অবশ্য চিত্রটা ভিন্ন ছিল। ভারতীয় ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে লড়াই করতে হয়েছে নন পারফরমিং অ্যাসেট (NPA) নিয়ে। এখন অবশ্য প্রতিযোগিতা প্রায় সমানে সমানে। এই বছর দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে বেসরকারি খাতের এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) বাজার মূল্য বেড়ে হয়েছে ১৭ শতাংশ।
বর্তমানে এই ব্যাঙ্কের বাজারমূল্যও ছাড়িয়ে গেছে ১৫৪.৪ বিলিয়ন ডলারের বেশি। শুনলে অবাক হয়ে যাবেন যে সম্প্রতি এইচডিএফসি ব্যাংক নিজের স্থান বিশ্ব দরবারে শক্তিশালী করেছে। এটি বিশ্বের দশম বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে। শুধুমাত্র এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) নয় এর পাশাপাশি ছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকও বিশ্বের বিভিন্ন কঠিনতম ব্যাংকগুলোর সঙ্গে কড়া প্রতিযোগিতায় নেমেছে।
গ্লোবাল র্যাংকিং এর ক্ষেত্রে ভারতের তিনটি সব থেকে বড় ব্যাংক হল HDFC, SBI এবং ICICI Bank। গ্লোবাল ডাটা অনুসারে, এই তিনটি হল ভারতের বৃহত্তম ঋণ বিতরণকারী ব্যাংক৷ জুন মাসের মধ্যেই এই তিনটি ব্যাংকের বাজার দর আগের থেকে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এই তিনটি ব্যাঙ্ক ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে । র্যাঙ্কিংয়ে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) দশম স্থান অধিকার করেছে। এই ইতিবাচক দিকগুলোর প্রধান কারণ হলো- শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল, বিনিয়োগকারী বৃদ্ধি এবং ব্যাঙ্কের ভবিষ্যৎ সম্পর্কে ক্রমবর্ধমান প্রত্যাশা। আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে এইচডিএফসি ব্যাংকের ত্রৈমাসিক ফলাফল।
আরও পড়ুন ? Indian Railway Budget: ৪০০০ টাকার টিকিট ২০০০ টাকায়! অপেক্ষায় রেল যাত্রীরা, আসতে পারে দুর্দান্ত খবর
ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক ICICI ব্যাঙ্কের বাজারমূল্যও জুন ত্রৈমাসিকে অনেকটাই বেড়েছে। প্রায় ১১.৫ শতাংশ বেড়ে এটি বর্তমানে দাঁড়িয়েছে ১০২.৭ বিলিয়ন ডলার। বিশ্বের বিভিন্ন ব্যাংকের তালিকাতে শীর্ষ ২৫টি বৈশ্বিক ব্যাঙ্কের মধ্যে আইসিআইসিআই চলে এসেছে ১৮ নম্বরে। মার্চ ত্রৈমাসিকে TD ব্যাঙ্ক ১৮তম স্থানে ছিল৷ আগামী ২৭শে জুলাই বের হবে ICICI ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এর মার্কেট ক্যাপ বের হয়েছে ৯০.১ বিলিয়ন ডলার। বিশ্ব র্যাঙ্কিংয়ে এর দিক থেকে এটি জায়গা করে নিয়েছে ২১তম স্থান। মার্চ ত্রৈমাসিকে এই স্থানটি আল রাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্টের হাতে ছিল। গত জুন মাসে ত্রৈমাসিকের শেষে বিশ্বের ২৫ টি বড় মাপের ব্যাংকের মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুটি উল্লেখযোগ্য ব্যাংক চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক (চায়না কনস্ট্রাকশন ব্যাংক) এবং জেপিমরগান চেজ (জেপিমরগান চেজ)ও ভালো পারফর্ম করেছে। JPMorgan Chase এখনও বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাঙ্ক।