Tata Nano EV: ইলেকট্রিক ভার্সনে ফিরে আসছে রতন টাটার স্বপ্নের গাড়ি ন্যানো! শুরু জোর জল্পনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ratan Tata’s dream car Tata Nano EV is coming back in electric version: টাটা ন্যানো! এই ছোট্ট গাড়িটি একসময় গাড়ির বাজারে ঝড় তুলেছিল। ছোট, বড় প্রত্যেকের মুখে মুখে ঘুরত এই গাড়ির নাম। তারপর কালের নিয়মে অন্যান্য গাড়ির মাঝে কিছুটা হারিয়ে গেছিল টাটা ন্যানো। আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছিল এই গাড়িটি। কিন্তু সম্প্রতি আবারো এই গাড়ি নিয়ে আলোচনা তুঙ্গে। এবার অবশ্য টাটা ন্যানোর নতুন রূপ নিয়ে আলোচনা চলছে সাধারণের মধ্যে। খুব শীঘ্রই টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন (Tata Nano EV) নিয়ে আসতে চলেছে সংস্থা। আর তাই নিয়ে হইচই পড়ে গেছে গাড়ি প্রেমাদের মধ্যে।

Advertisements

গাড়ির বাজারে এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকেলসের চাহিদা সবথেকে বেশি। আর ইলেক্ট্রিক ভেহিকেলসের মধ্যে সবচেয়ে বেশি দাপট বজায় রেখেছে টাটা কোম্পানি। তাই টাটা কোম্পানি যে তাদের পুরনো জনপ্রিয় মডেলটির ইলেকট্রিক ভার্সন নিয়ে আসতে চলেছে এ বিষয়ে অত্যন্ত খুশি সকলেই। যদিও এখনও সবকিছুই জল্পনা আর কল্পনার পর্যায়েতেই রয়ে গেছে। টাটা মোটরসের তরফ থেকে এখনো পর্যন্ত সরাসরি কিছুই জানানো হয়নি। ভারতে এমন অনেক সংস্থা রয়েছে যারা গাড়ি কাস্টমাইজেশনের কাজ করে। তেমনি ১ টি সংস্থা টাটা ন্যানো মডেলের সাথে ব্যাটারি এবং মোটর যুক্ত করে ইলেকট্রিক ভেহিকেলসে (Tata Nano EV) রূপান্তরিত করে ১ টি মডেল তৈরি করেছে। আর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সবাই মনে করছে এবার হয়তো টাটা মোটরসের পক্ষ থেকে খুব শীঘ্রই টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন (Tata Nano EV) নিয়ে আসা হবে বাজারে। ইতিমধ্যে গাড়িতে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যমও এই গাড়িটি সম্পর্কে তথ্য সরবরাহ করছে। সংবাদমাধ্যমের রিপোর্টগুলি থেকে জানা গেছে, নতুন টাটা ন্যানো ইভি গাড়িটিতে ৭ ইঞ্চি টাচ স্ক্রিনসহ ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে। পাশাপাশি থাকতে পারে ফাস্ট চার্জিং এর ব্যবস্থা। এখনো জল্পনার পর্যায়ে থাকলেও এই ঘটনা বাস্তবায়িত হওয়া খুব একটা অসম্ভব নয়। ভারতে ইতিমধ্যে ছোট আকৃতির ইলেকট্রিক ভেহিকেল রয়েছে। যেগুলির বাজারে চাহিদা বেশ ভালো। তার মধ্যে নতুন সংযোজন হিসেবে যুক্ত হতেই পারে টাটা ন্যানো ইভি (Tata Nano EV)।

Advertisements

আরও পড়ুন ? India Govt Scheme: প্রতিমাসে বসে বসে মিলবে ৩ হাজার টাকা! ভারত সরকারের এই প্রকল্প টেক্কা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারকেও

আপাতত এমজি মোটরসের তরফ থেকে ১ টি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসা হয়েছে। যার নাম এমজি কমেট ইভি। যদি সত্যি সত্যি টাটা মোটরস টাটা ন্যানো ইভি (Tata Nano EV) নিয়ে আসে তাহলে এমজি কমেন্ট একটু হলেও সমস্যার মুখে পড়বে। টাটা মোটরসের পক্ষ থেকে লঞ্চ করা গাড়িগুলির মধ্যে অন্যতম সেরা গাড়ি হিসেবে পরিচিত ছিল টাটা ন্যানো গাড়িটি। গাড়িটি শুধুমাত্র সাধারণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল তা কিন্তু নয়, টাটা মোটরসের কর্ণধার রতন টাটার ব্যক্তিগত পছন্দের তালিকাতেও ছিল এই ছোট্ট গাড়িটি। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি যাচাই করলেই দেখা যায় তার পছন্দের পুরনো স্মৃতির কিছু ছবি।

শুধু সাধারণের মধ্যে জনপ্রিয়তা পায়নি টাটা ন্যানো। নাম লিখিয়েছিল গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। দামের দিক থেকে এতটাই সস্তা ছিল এই গাড়ি যে তার নাম নথিভুক্ত করা হয়েছিল গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। গাড়ি প্রেমীদের মধ্যে অনেকেই এই গাড়িটিকে নিজেদের সংগ্রহের একটি নিদর্শন হিসেবে যত্ন সহকারে রেখে দিয়েছেন নিজেদের কাছেই। আবার অনেকে এখনো নতুন করে এই গাড়ি কেনার পরিকল্পনায় রয়েছেন। তবে টাটা ন্যানো ইভি (Tata Nano EV) লঞ্চ করতে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে সংস্থাকে। গাড়ির দাম, বাজারের অন্যান্য গাড়ির সাথে প্রতিযোগিতায় টিকে থাকা, ইলেকট্রিক ভেহিকেলসের নতুন রেগুলেশন মেনে চলা, ব্যাটারির খরচ এই ধরনের নানা বিষয়ে সৃষ্টি হতে পারে সমস্যা। আর তাই হয়তো এই নতুন মডেলটি বাজারে নিয়ে আসার সময় সীমা পিছিয়ে দিতে পারে সংস্থা।

Advertisements