WB Teachers HRA Rules: এত সহজে আর মিলবে না বাড়ি ভাড়ার ভাতা! শিক্ষকদের জন্য ১৩ শর্ত রাখল শিক্ষা দফতর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ-এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলনের জেরে গত বছর ডিসেম্বর মাসে এবং চলতি বছর ফেব্রুয়ারি মার্চে পরপর দুবার ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। তবে দু’দফায় ডিএ বৃদ্ধি করা হলেও সম্প্রতি রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য একেবারেই কড়া পদক্ষেপ নিল রাজ্য শিক্ষা দপ্তর।

Advertisements

রাজ্য শিক্ষা দপ্তরের নতুন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আর এত সহজে বাড়ি ভাড়ার ভাতা (WB Teachers HRA Rules) পাবেন না শিক্ষক-শিক্ষিকারা। এবার রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি ভাড়ার ভাতা পেতে হলে ১৩ টি শর্ত মানতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরের নতুন এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এইচআরএ রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বাড়ি ভাড়ার ভাতার জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র না দিয়েই সুযোগ নিতেন বলে খবর।

Advertisements

রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে যে সকল শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হল, এবার রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের এইচআরএ নেওয়ার জন্য বাড়ি থেকে স্কুল হতে হবে অন্ততপক্ষে ৫০ কিলোমিটারের বেশি দূরে। এছাড়াও স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থায় কি কি সমস্যা রয়েছে তা জানাতে হবে। এমন নথি আগে না দিয়েই বাড়ি ভাড়ার ভাতা নেওয়ার সুযোগ লাভ করতেন শিক্ষক-শিক্ষিকারা বলে জানা যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? RBI Worries: চিন্তা বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার! ব্যাঙ্ক ভুলে মানুষ এখন টাকা রাখছেন অন্য খাতে

অন্যদিকে শিক্ষা কর্মী বা শিক্ষক-শিক্ষিকা দম্পতি যদি চাকরি সূত্রে আলাদা আলাদা জায়গার বাসিন্দা হয়ে থাকেন তাহলে তার প্রমাণ দিতে হবে। এই ধরনের ঘটনায় যদি শিক্ষক-শিক্ষিকারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে সেই বাড়ি ভাড়ার রশিদ এবার জমা দিতে হবে। আগে এই ধরনের রশিদ না দেখিয়েই স্কুল জেলা পরিদর্শকের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকার জন্য আবেদন করা হতো। যা অনৈতিক বলেই মনে করছে শিক্ষা দপ্তর এবং এরই পরিপ্রেক্ষিতে এমন সব শর্ত আরোপ করা হয়েছে।

বাড়ি ভাড়ার ভাতা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্বামী ও স্ত্রী যদি উভয়েই চাকরি করেন এবং ৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে কর্মরত হন, বাড়ি থেকে দূরে তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয় তাহলে সব মিলিয়ে ১২ হাজার টাকা বাড়ি ভাড়ার ভাতা পাওয়া যায়। যদি দুজনের কর্মস্থলের দূরত্ব অনেক বেশি এবং দুজনে আলাদা আলাদা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে পৃথকভাবে ১২০০০ টাকা করে পেতে পারেন।

Advertisements